ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (ডিআইবি) পরীক্ষা- মে, ২০২৩

ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) পার্ট-১ এবং পার্ট-২ পরীক্ষা ০৫, ১২ এবং ১৯ মে, ২০২৩ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ, নোয়াখালী ও যশোর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীরা ০৯ থেকে ২৭ মার্চ, ২০২৩ পর্যন্ত অনলাইন-এন্ট্রি ফর্ম পূরণ করে সঠিক চ্যানেলের মাধ্যমে IBTRA এর কাছে হার্ড কপি পাঠাতে পারবেন। ০৬ এপ্রিল, ২০২৩ এর পর IBTRA কোন ফরমের হার্ড কপি গ্রহণ করবে না।

mCash এর মাধ্যমে DIB পরীক্ষার ফি এবং রেজিস্ট্রেশন ফি গ্রহন করা হবে-

১. সকল ফি (রেজিস্ট্রেশন এবং পরীক্ষার) প্রত্যেক আবেদনকারীর ব্যক্তিগত এমক্যাশ অ্যাকাউন্ট নম্বর থেকে mCash নম্বর 018170486308 তে ‘Diploma in Islamic Banking (DIB)’ নামে অর্থ প্রদান করতে হবে। অন্যান্য ব্যাংকের প্রার্থীগণ Islami Bank এর যেকোনও শাখার কাছ থেকে mCash এবং Mobicash এজেন্টের মনোনীত Agent এর মাধ্যমে ফি জমা দিতে পারবে। প্রতিটি সফল লেনদেনের পর, আবেদনকারী একটি SMS পাবেন যেখানে লেনদেনের Transaction ID থাকবে।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

২. পরীক্ষার জন্য অনলাইন এন্ট্রি ফর্ম পূরণের সময়, আবেদনকারীর SMS এর মাধ্যমে প্রাপ্ত Transaction ID সন্নিবেশ করতে হবে।

৩. IBBL এর আবেদনকারীরা যদি লেনদেন তাদের মোবাইল নম্বর থেকে না করে যা রেজিস্ট্রেশনের সময় দেয়া হয়েছিল তবে তাদের লেনদেনটি বৈধ লেনদেন হিসাবে বিবেচিত হবে না।

কোচিং ক্লাস এর শিডিউল পরে সার্কুলারের মাধ্যমে জানানো হবে, যার সময়সূচী www.ibtra.com এ পাওয়া যাবে। IBTRA কর্তৃক প্রদত্ত পরীক্ষার সময়সূচী এবং ফি অনুযায়ী DIB পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরও তথ্যের জন্য www.ibtra.com এ অথবা সরাসরি আইবিটিআরএ, ১৩-এ ১২-এ, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা (আইপিঃ ৬৬৫, ৫৪৯ এবং ইমেইল- dib.ibtra@islamibankbd.com) সরাসরি যোগাযোগ করতে পারেন।

আরও দেখুন:
ব্যাংকারদের পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমা কতটা জরুরি?
ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (DIB) এর ফলাফল পুনঃমূল্যায়ন পদ্ধতি

বিশেষ দ্রষ্টব্য:
১. নিবন্ধন ফি শুধুমাত্র নতুন পরীক্ষার্থীর জন্য প্রদান করতে হবে, অর্থাৎ যারা প্রথমবারের মতো রেজিস্ট্রেশন করবে।
২. কোন ডাক মাশুল প্রয়োজন হবে না।

Leave a Reply