Wednesday, October 27, 2021

অফিসার (ডিজিটাল মার্কেটিং) নিয়োগ দেবে উরি ব্যাংক বাংলাদেশ

আরও পড়ুন

উরি ব্যাংক বাংলাদেশ (Woori Bank Bangladesh) এ ‘অফিসার, ডিজিটাল মার্কেটিং‘ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আগামী ১৮ অক্টোবর, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– উরি ব্যাংক বাংলাদেশ

পদের নাম:
– অফিসার (ডিজিটাল মার্কেটিং)

পদসংখ্যা:
– নির্ধারিত নয়।

আরও দেখুন:
> অফিসার/ সিনিয়র অফিসার নেবে উরি ব্যাংক
> অভিজ্ঞতা ছাড়াই অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, বেতন ২৮ হাজার
> একাধিক পদে শাহজালাল ইসলামী ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
> পূবালী ব্যাংকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বা সমমান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

দক্ষতা:
– সোশ্যাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন ও অনলাইন ব্র্যান্ড মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে।
– এইচটিএমএল/ সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অ্যাডোবি ইফেক্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডোবি সুইট, প্রিমিয়ার প্রো, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ও ভিডিও এডিটিং বিষয়ে দক্ষতা থাকতে হবে।
– কাস্টমারের সঙ্গে যোগাযোগ রক্ষায় পটু হতে হবে।
– প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।

কর্মস্থল:
– ঢাকা।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাঃ
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া:
ক) বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
খ) আগ্রহী প্রার্থীদেরকে ১৮ অক্টোবর, ২০২১ এর মধ্যে আবেদনের সাথে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি জমা দেয়ার জন্য বলা যাচ্ছে।
গ) আবেদনের সাথে প্রয়োজনীয় যে সকল তথ্য জমা দিতে হবে:
(১) বর্তমান ও পূর্ববর্তী পোস্টিং এর স্থানের নাম উল্লেখ করতে হবে
(২) কাজের বিবরণ
(৩) বর্তমান বেতন
(৪) প্রত্যাশিত বেতন
(৫) শিক্ষাগত তথ্য
(৬) বৈবাহিক অবস্থা
(৭) ৩১ আগস্ট, ২০২১ হিসেবে বয়স
(৮) পিতা-মাতার পেশা
(৯) অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম
(১০) ০২ জনের রেফারেন্স।
ঘ) আবেদন পাঠানোর ঠিকানাঃ হেড অব হিউম্যান রিসোর্স, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (১ম তলা), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা -১২১২ বাংলাদেশ।

প্রয়োজনীয় লিংক:
মূল সার্কুলার দেখুন

আবেদনের শেষ তারিখ:
– ১৮ অক্টোবর, ২০২১।

সূত্রঃ উরি ব্যাংক বাংলাদেশ।

Leave a Reply

সাম্প্রতিক পোস্ট

এ সম্পর্কিত আরও দেখুন