ডার্করুম: আইফোনের ফ্রী ফটো এডিটিং অ্যাপ

টিআইবিঃ বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই মোবাইল ফোনে ছবি তোলার পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের আগে অনেকেই সেটিকে কিছুটা এডিট করতে চান।
অ্যান্ড্রয়েডের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ থাকলেও আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে খুব কম সংখ্যকই অ্যাপস। আইফোন ব্যবহারকারীদের জন্য ছবি এডিট করার চমৎকার একটি অ্যাপ হলো ‘ডার্করুম’ ফটো এডিটর। আসুুুন আজ আমরা ডার্করুম ফটো এডিটর সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
এক নজরে ডার্করুম ফটো এডিটর এর ফিচারসমূহঃ
১. ডার্করুম ফটো এডিটরের সাহায্যে ছবি এডিটিং এর জন্য রয়েছে চমৎকার সব ফিল্টার। তবে সবগুলো ফিল্টার বিনামূল্য ব্যবহার করা যাবে না। সবগুলো ফিল্টার ব্যবহার করতে ৭.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
২. অ্যাপটির মাধ্যমে যে কোন ছবি জুম করা যাবে।
৩. অ্যাপটির মাধ্যমে ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ কাঁটা যাবে।
৪. ছবিতে ফ্রেম যুক্ত করার সুবিধা রয়েছে। চাইলে ফ্রেমের রং পরিবর্তন করা যাবে। ছবির রং পরিবর্তন করার সুবিধাও মিলবে অ্যাপটিতে।
৫. অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর ও সহজে ব্যবহার করা যাবে।
৬. অ্যাপটি শুধুমাত্র আইওএস অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে চলবে। অ্যাপটির কোন অ্যান্ড্রয়েড সংস্করণ নেই।
৭. ৪.৮ রেটিং প্রাপ্ত অ্যাপটির সাইজ ৪০ মেগাবাইট। আপনি চাইলে এই লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।