সিটি ব্যাংক লিমিটেড (City Bank Limited) সম্প্রতি চাকরি প্রার্থীদের জন্য “অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার (ARM), কর্পোরেট ব্যাংকিং” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর, ২০২১ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
– সিটি ব্যাংক লিমিটেড
পদের নাম:
– অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার (ARM), কর্পোরেট ব্যাংকিং
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বনামধন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রী ধারী হতে হবে।
আরও দেখুন:
– ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে আইএফআইসি, বেতন ৫৩ হাজার ৬০০
– অভিজ্ঞতা ছাড়াই রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক
অভিজ্ঞতা:
– সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরন:
– পুরুষ এবং মহিলা উভয়ই
জব লোকেশন:
– ঢাকা।
প্রার্থীর ধরন:
– পুরুষ এবং মহিলা উভয়ই
অন্যান্য শর্তাবলীঃ
– ব্যাংকিং/ ফাইন্যান্সের প্রশাখা সেক্টরের যোগ্যতা অগ্রাধিকার সুবিধা পাবে।
– ফিন্যান্সসিয়াল ঝুঁকি মূল্যায়ন করার জন্য বিশ্লেষণযোগ্য দক্ষতা থাকা।
– দুর্দান্ত যোগাযোগ, আন্তঃব্যক্তিক, টিম বিল্ডিং এবং লোক পরিচালনার দক্ষতা থাকা।
– প্রডাক্ট ও লেন্ডিং এর জ্ঞান থাকা।
– আর্থিক বিবৃতি এবং ক্রেডিট বিশ্লেষণের শক্তিশালী জ্ঞান থাকা।
বেতন-ভাতা:
– বেতন আলোচনা সাপেক্ষে।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
– মূল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ২৬ অক্টোবর, ২০২১।
সোর্সঃ বিডি জবস