তপসিলভুক্ত হলো সিটিজেনস ব্যাংক

‘সিটিজেনস ব্যাংক পিএলসি’কে তপসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংক নিয়ে বাংলাদেশে তপসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৬১তে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, পেইডআপ ক্যাপিটাল (পরিশোধিত মূলধন) ৫০০ কোটি টাকাসহ প্রয়োজনীয় অন্যান্য শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ ব্যাংকের একাধিক পর্ষদ সভায় সময় বৃদ্ধির আবেদন করেছিল ব্যাংকটি।

প্রয়োজনীয় শর্ত পূরণের পর গত ৪১০তম বোর্ড সভায় সিটিজেন ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সিটিজেন ব্যাংক কর্তৃপক্ষকে দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চিঠি দেওয়া হয়। দেওয়া সব শর্ত মেনে ব্যাংকটি কার্যক্রম শুরু করতে পারবে। এ নিয়ে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা ৬১তে দাঁড়াল।

Related Articles

Leave a Reply