সিরির ভয়েস ও উচ্চারণ পরিবর্তন করবেন যেভাবে

আইফোন ব্যবহারকারীদের বেশ পছন্দের একটি ফিচার হল সিরি। ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যবহারকারীদের হাতের স্পর্শ ছাড়াই ডিভাইসটি ব্যবহারের সুবিধা দিয়ে থাকে সিরি। তবে দীর্ঘদিন ব্যবহারে সিরির একই ভয়েস শুনতে শুনতে আপনার বিরক্ত লাগতে পারে। চাইলে সিরির উচ্চারণ বা অ্যাকসেন্ট পরিবর্তন করা যায়।
আজকের পোস্টে দেখাবো কিভাবে সিরির ভয়েস, উচ্চারণ বা অ্যাকসেন্ট পরিবর্তন করবেন?
• প্রথমে আইফোনের Settings অপশনে যেতে হবে।
• তারপর সেখান থেকে স্ক্রল করে ‘siri & search’ অপশনে ক্লিক করতে হবে।
• এরপর নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘siri voice’ অপশনে ক্লিক করতে হবে।
• তারপর একটি তালিকা দেখা যাবে। সেখানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, লন্ডন, দক্ষিণ আফ্রিকাসহ মোট ৫টি ভাষার উচ্চারণ প্রদর্শিত হবে। ডিফল্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ইংরেজি অ্যাকসেন্ট বা উচ্চারণ নির্বাচিত করা থাকে। এই তালিকা থেকে ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী উচ্চারণ নির্বাচন করতে পারবেন।
• যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশের ইংরেজি অ্যাকসেন্ট বা উচ্চারণ নির্বাচন করার পর তা ডাউনলোড করতে হবে। কাজটি করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।
• ছেলে বা মেয়ে কার কণ্ঠ শুনতে চান সেটাও ‘gender’ অপশন থেকে পরিবর্তন করা যাবে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
আশা করি এতক্ষণে সিরির ভয়েস, উচ্চারণ বা অ্যাকসেন্ট পরিবর্তন করতে সক্ষম হয়েছেন।