বিজনেস অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, বেতন ২৫ হাজার

ব্যাংক এশিয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘বিজনেস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ০৭ এপ্রিল, ২০২১ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম:
– ব্যাংক এশিয়া লিমিটেড
পদের নাম:
– বিজনেস অফিসার
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
– সিজিপিএ ৪.০০ এর মধ্যে ২.৫০ এবং ৫.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
– কেবলমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য।
অভিজ্ঞতা:
– অভিজ্ঞতার প্রয়োজন নেই
দক্ষতা ও যোগ্যতা:
– সেলফ ড্রাইভ ও স্ব-উদ্যোগী হতে হবে।
– মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা থাকা।
– স্ট্রং ইন্টারপারসোনাল এবং যোগাযোগ দক্ষতা থাকা।
– ভাল কম্পিউটার দক্ষতা (এমএস অফিস, ইন্ট্রানেট/ ইন্টারনেট, ই-মেইল হ্যান্ডলিং ইত্যাদি) থাকা।
বয়স সীমা (০৭ এপ্রিল, ২০২১ তারিখে):
– সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী৷
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই৷
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।
বেতন ভাতাঃ
– মাসিক বেতন: ২৫,০০০ টাকা।
– বিজনেস অফিসার হিসেবে ২ (দুই) বছর সময়কালের জন্য প্রবেশন সময়ে প্রতিমাসে ২৫,০০০ টাকা মাসিক বেতন পাবেন।
– প্রবেশন সময়কালের সন্তোষজনক সমাপ্তিতে বিজনেস অফিসার (BO) হিসেবে ব্যাংকের নিয়মিত বেতন স্কেলে মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন।
– পারফরম্যান্সের ক্যারিয়ারের অগ্রগতির সুযোগ।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী সকল সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় লিংক:
– সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ০৭ এপ্রিল, ২০২১।
সোর্সঃ ব্যাংক এশিয়া