এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (ICB Islamic Bank Limited) বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক যেটি মূলতঃ ইসলামী ব্যাংকিং ব্যবসায় জড়িত।
সম্প্রতি ব্যাংকটিতে শরিয়াহ ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক শাখা ব্যবস্থাপক (এক্সিকিউটিভ অফিসার টু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) হিসাবে কিছু গতিশীল ব্যক্তিকে খুঁজছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ জুন, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও দেখুন:
– সিকিউরিটি অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, বেতন ৬৫ হাজার
– অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ণ ব্যাংকে চাকরি সুযোগ, বেতন ২৮ হাজার
– সিটি ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ব্যাংকের নাম:
– আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
পদের নাম:
– ব্রাঞ্চ ম্যানেজার
পদ মর্যাদা:
– এক্সিকিউটিভ অফিসার টু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
পদসংখ্যা:
– ১০টি।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
– স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা অর্থনীতিতে মাস্টার্স/ এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
– ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে (সিজিপিএ ৩.০ এবং তার বেশি)।
অভিজ্ঞতা:
– ব্যাংক/ এনবিএফআই এ ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
– অনূর্ধ্ব ৪০ বছর।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।
অন্যান্য শর্তাবলী:
– ব্যাংকিং আইন, লোকাল রেগুলেশন, গ্রাহক এবং স্টেকহোল্ডার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, স্থানীয় বাজার এবং বিধি-বিধান সম্পর্কে যথাযথ জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।
– ইংরেজী এবং বাংলায় সকল স্তরে এবং কার্যক্রমে যোগাযোগের জন্য, কথোপকথন করতে এবং আলোচনায় ভাল দক্ষতা থাকতে হবে।
– সক্রিয়, উৎসাহী এবং উদ্যমী মনোভাবাপন্ন হতে হবে।
– ভাল যোগাযোগ দক্ষতা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
জব লোকেশন:
– চট্টগ্রাম, ঢাকা, খুলনা, সিলেট।
বেতন-ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
– কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে পারবেন এখানে।
অথবা,
সাবজেক্ট লাইনে জব পজিশন/ অবস্থান উল্লেখ করে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আপনার আপডেট করা সিভি ইমেইলে পাঠান- “hr.recruitment@icbislamic-bd.com“- এ।
আবেদনের শেষ তারিখ:
– ৩০ জুন, ২০২২।
সোর্সঃ বিডি জবস।