Monday, January 17, 2022

মাস্টার্স পাসে ব্র্যাঞ্চ ইন-চার্জ নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল

জনপ্রিয় পোস্ট

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড (Southeast Bank Capital Services Limited) সাউথইস্ট ব্যাংক লিমিটেডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে “ব্র্যাঞ্চ ইন-চার্জ” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০ নভেম্বর, ২০২১ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা যাচ্ছে।

প্রতিষ্ঠানের নাম:
– সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

পদের নাম:
– ব্র্যাঞ্চ ইন-চার্জ

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
– ব্যবসায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা:
– পুঁজিবাজারের যেকোন মার্চেন্ট ব্যাংক বা ব্রোকার হাউস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।

জব লোকেশন:
– ঢাকা।

কর্মক্ষেত্র:
– অফিসে।

বেতন-ভাতা:
– ব্যাংকের নিয়ম অনুসারে সকল সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইন অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় লিংক:
– মূল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করে এখানে
– এছাড়াও sebcsl@southeastbank.com.bd-এই ইমেইলে আপনার সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:
– ৩০ নভেম্বর, ২০২১।

আরও দেখুন:
> ঢাকায় ম্যানেজার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
> ঢাকায় অফিসার নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক
> ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক, বেতন ২৮ হাজার

সোর্স: বিডি জবস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ পোস্ট

দুই জেলায় অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক দি সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অফিসার (টেম্পোরারি)- কালেকশন...

এ সম্পর্কিত আরও