২০১৮ সালের সেরা কয়েকটি ল্যাপটপ

টিআইবিঃ তথ্য প্রযুক্তির এই যুগের অতি গুরুত্বপূর্ণ্য একটি ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে ল্যাপটপ। ঘরে-বাইরে প্রয়োজনীয় কাজের সুবিধার্থে পিসির নতুন সংস্করণ ল্যাপটপ ব্যবহার করা অনেকটা সহজ।

তাই বর্তমান সময়ের বিভিন্ন কাজে সকল বয়সীদের কাছে জনপ্রিয় একটি ইলেকট্রনিক ডিভাইস হিসেবে রুপান্তরিত হয়েছে ল্যাপটপ। বছরের মাঝামাঝি সময়ে এসে বিখ্যাত পিসি ম্যাগাজিন প্রকাশ করে এ বছরের সেরা ল্যাপটপের তালিকা। আসুন দেখে নেই কোন ল্যাপটপ গুলো রয়েছে বছরের সেরা তালিকায়।

২০১৮ সালের সেরা কয়েকটি ল্যাপটপ

এসার ক্রোমবুক ফ্লিপ (সি৩০২সিএ-ডিএইচএম৪)

  • গুগল ক্রোম অপারেটিং সিস্টেমচালিত এই ল্যাপটপটি হতে পারে ট্যাবলেটের বিকল্প।
  • পিসিম্যাগের সেরা ল্যাপটপের তালিকায় এটির দাম সবচেয়ে কম, বিশেষ করে শুধু ব্রাউজিং ও লেখালেখি কাজের জন্য ব্যবহারকারীদের কাছে পছন্দসই হতে পারে এটি।
  • ডিভাইসটিতে রয়েছে ইন্টেল কোর এম৩-৬ওয়াই৩০ প্রসেসর।
  • ৪ গিগাবাইট র‌্যামের পাশাপাশি রয়েছে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি।
  • ল্যাপটপটির ডিসপ্লে সাইজ ১২.৫ ইঞ্চি ও রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল।
  • ২.৪৩ পাউন্ডের ল্যাপটপটি ১০ ঘণ্টা ২৩ মিনিট ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে।
  • দাম ৩৯ হাজার টাকা বা ৪৭৯ ডলার।

ডেল এক্সপিএস ১৩ (৯৩৭০)

  • উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে রয়েছে ১.৮ গিগাহার্জ অষ্টম প্রজন্মের ইন্টেল কোরআই সেভেন প্রসেসর।
  • ১৬ গিগাবাইট র‌্যামের পাশাপাশি স্টোরেজ সুবিধা দিতে এতে রয়েছে ৫১২ গিগাবাইট এসএসডি সুবিধা।
  • ১৩.৩ ইঞ্চি ডিসপ্লেসমৃদ্ধ ল্যাপটপটির রেজল্যুশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল।
  • ২.৬৮ পাউন্ড ওজনের ডিভাইসটি আছে টানা ৯ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেওয়ার সুবিধা।
  • দাম ৮০ হাজার টাকা বা ৯৯৯ ডলার।

হুয়াওয়ে মেটবুক এক্সপ্রো

  • মেটবুক সিরিজের নতুন ল্যাপটপটি চলতি বছর বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করেছিল হুয়াওয়ে।
  • মেটবুক এক্সপ্রোতে রয়েছে কম বেজেলের ১৩.৯ ইঞ্চি ডিসপ্লে, যা ৩০০০ বাই ২০০০ পিক্সেল রেজল্যুশনসমৃদ্ধ। ডিসপ্লেতে বেজেল কম থাকায় ল্যাপটপটির ক্যামেরা দেওয়া হয়েছে কি-বোর্ডে।
  • এফ৫ বাটন চাপলেই ক্যামেরাটি কি-বোর্ড থেকে বের হয়ে আসবে।
  • এতে রয়েছে অষ্টম প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসর।
  • ডিভাইসটি ৮ ও ১৬ গিগাবাইট র‌্যামের দুটি সংস্করণে পাওয়া যাবে।
  • এছাড়া গ্রাফিকস সুবিধা দিতে মিলবে ২ গিগাবাইটের এনভিডিয়া এমএক্স১৫০ জিপিইউ।
  • একবার চার্জ দিলে ডিভাইসটিতে টানা ১২ ঘণ্টা ভিডিও চালানো যাবে।
  • ওয়েব ব্রাউজ করলে ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে ১৫ ঘণ্টা।
  • ডলবি অ্যাটমস সাউন্ড যুক্ত থাকায় ডিভাইসটিতে মিলবে উন্নতমানের সাউন্ড।
  • দাম প্রায় এক লাখ টাকা বা এক হাজার ১৯৯ ডলার।

লেনোভো ইয়োগা ৯২০

  • প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর এই ল্যাপটপটিতে রয়েছে ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল রেজল্যুশনের ১৩ দশমিক ৯ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।
  • ১ দশমিক ৩ কেজি ওজনের লেনোভো ইয়োগা ৯২০ ল্যাপটপের ডিসপ্লে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে।
  • ৮ গিগাবাইট র‌্যাম ও ২৫৬ গিগাবাইট এসএসডি-সংবলিত এ ডিভাইসে অষ্টম প্রজন্মের ইন্টেল কোরআই সেভেন প্রসেসর আছে।
  • ৩.২ পাউন্ড ওজনের ল্যাপটপটি ২২.৩৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে।
  • দাম এক লাখ ৫৯ হাজার টাকা বা এক হাজার ৯৯৯ ডলার।

এসার অ্যাস্পায়ার ই১৫(ই৫-৫৭৬জি-৫৭৬২)

  • উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস রয়েছে অষ্টম প্রজন্মের ১.৬ গিগাহার্জ ইন্টেল কোরআই৫ প্রসেসর।
  • ৮ গিগাবাইট র‌্যামের পাশাপাশি স্টোরেজ সুবিধা দিতে আছে ২৫৬ গিগাবাইটের এসএসডি।
  • ৫.২৭ পাউন্ড ওজনের ল্যাপটপটির ডিসপ্লে ১৫ ইঞ্চি। ডিসপ্লের রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল।
  • এটি ১৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে।
  • ল্যাপটপটি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার টাকা বা ৫৯৯ ডলার।

ডেল অ্যালিয়েনওয়ার ১৭ আর৫

  • ডেলের এই গেইমিং ল্যাপটপটিতে রয়েছে ২.৯ গিগাহার্জের ইন্টেল কোরআই৯ প্রসেসর।
  • ৩২ গিগাবাইট র‌্যামের পাশাপাশি স্টোরেজ সুবিধা দিতে রয়েছে ১.৫ টেরাবাইট অভ্যন্তরীণ মেমোরি।
  • ডিভাইসটির ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের রেজল্যুশন ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল।
  • ল্যাপটপটিরওজন ৯.৭৭ পাউন্ড।
  • দামএক লাখ ২৫ হাজার টাকা বা এক হাজার ৫৫৯ ডলার।

অ্যাপল ম্যাকবুক প্রো ১৩ ইঞ্চি (২০১৭)

  • টেক জায়ান্ট অ্যাপলের এই ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ম্যাকওএস।
  • এতে রয়েছে ২.৩ গিগাহার্জ ইন্টেল কোরআই ৫ প্রসেসর। ৮ গিগাবাইট র‌্যামের পাশাপাশি রয়েছে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ।
  • ১৩.৩ ইঞ্চি ডিসপ্লেসমৃদ্ধ ডিভাইসটির রেজল্যুশন হলো ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল।
  • ২.৪৯ পাউন্ড ওজনের ডিভাইসটি ১৬ ঘণ্টার মতো ব্যাকআপ সুবিধা দেবে।
  • দাম এক লাখ চার হাজার টাকা বা এক হাজার ২৯৯ ডলার।

রেজার ব্লেড (২০১৮)

  • ব্লেড সিরিজের নতুন ল্যাপটপটি চলতি বছরের মে মাসে উন্মোচন করা হয়।
  • এতেরয়েছে উন্নত ডিসপ্লে ও গ্রাফিকস, পাশাপাশি কমানো হয়েছে বেজেল।
  • ল্যাপটপটিতে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চি ফোরকে ডিসপ্লে।
  • অ্যাপলের ম্যাকবুকের মতোই ডিভাইসটির বডি অ্যালুমিনিয়ামের তৈরি।
  • এটির কি-বোর্ডের দুই পাশে রয়েছে স্পিকার।
  • এতে২.২ গিগাহার্জ অষ্টম জেনারেশন কোরআই৭ প্রসেসর রয়েছে।
  • ভালো গেইমিং সুবিধা দিতে ডিভাইসটি জিটিএক্স ১০৬০ অথবা ১০৭০ গ্রাফিকস কার্ডের পৃথক সংস্করণে পাওয়া যাবে।
  • স্টোরেজের ওপর নির্ভর করে মিলবে ২৫৬ ও ৫১২ গিগাবাইট এসএসডি সংস্করণ।
  • ডিভাইসটিতে একটি থান্ডারবোল্ট, মিনি ডিসপ্লে ও এইচডিএমআই পোর্ট রয়েছে।
  • এছাড়া চার্জিং, ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে।
  • সম্পূর্ণ চার্জে ল্যাপটপটি চার থেকে পাঁচ ঘণ্টা ব্যাকআপ সুবিধা দেবে বলে জানিয়ে রেজার কর্তৃপক্ষ।
  • ল্যাপটপটিরমূল্য শুরু হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা বা এক হাজার ৮৯৯ মার্কিন ডলার থেকে।
  • জিটিএক্স ১০৬০জিপিইউ ও ৫১২ এসএসডিসমৃদ্ধ মডেলটির মূল্য দুই হাজার ১৯৯ মার্কিন ডলার।
  • এ ছাড়া জিটিএক্স ১০৭০ ও ৫১২ এসএসডির সংস্করণটি কিনতে ব্যয় হবে দুই লাখ ৩১ হাজার ৯০০ টাকা বা দুই হাজার ৮৯৯ মার্কিন ডলার।

মাইক্রোসফট সারফেস বুক ২

  • সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের এই ল্যাপটপটিতে রয়েছে ১.৯ গিগাহার্জের ইন্টেল কোরআই৭ প্রসেসর।
  • ১৬ গিগাবাইট র‌্যামের পাশাপাশি স্টোরেজ সুবিধা দিতে রয়েছে ১ টেরাবাইট অভ্যন্তরীণ মেমোরি।
  • ৩২৪০ বাই ২১৬০ রেজল্যুশনসমৃদ্ধ ১৫ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটের ওজন ৪.২ পাউন্ড।
  • এটি ১৭ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে।
  • দাম ৯৫ হাজার ৯২০ টাকা বা এক হাজার ১৯৯ মার্কিন ডলার।

লেনোভো থিংকপ্যাড এক্স১ কার্বন (২০১৮)

  • উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ অষ্টম প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসর।
  • ৮ গিগাবাইট র‌্যামের পাশাপাশি স্টোরেজ সুবিধা দিতে এতে রয়েছে ৫১২ গিগাবাইট এসএসডি সুবিধা।
  • ১৪ ইঞ্চি ডিসপ্লেসমৃদ্ধ ল্যাপটপটির রেজল্যুশন হলো ১৯২০ বাই ১২৮০ পিক্সেল।
  • ২.৪৯ পাউন্ড ওজনের ডিভাইসটি টানা ১৭ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা পাবে।
  • দাম এক লাখ ২১ হাজার ৫০০ টাকা বা এক হাজার ৫১৯ মার্কিন ডলার।

টেকনো ইনফো বিডি’র সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Back to top button