সেরা ৯টি অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ

হ্যাঁ। সেই যুগটা আর নেই। আর তাই সেই হাতঘড়িও আর কেউ পড়েনা। এখন সেই জায়গাটা স্থান করে নিয়েছে স্মার্টওয়াচ। স্মার্টওয়াচ কী সে বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই। সবাই বোঝেন। তাই চলুন সরাসরি চলে যাই মূল টিউনে। দেখে নিই সেরা কিছু অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচগুলো।

১. এল জি ওয়াচ স্টাইল (LG Watch Style)

এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৩+, আই ও এস ৮.২+

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ডিসপ্লে: ১.২” এবং রেজ্যুলেশন ৩৬০x৩৬০

প্রসেসর: স্ন্যাপড্রাগন ওয়্যার ২১০০

অনবোর্ড স্টোরেজ: ৪ জিবি

ব্যাটারির স্থায়ীত্বকাল: সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত

চার্জিং পদ্ধতি: কনডাক্টিভ ইউ এস বি চার্জার

আই পি রেটিং: আই পি ৬৭

কানেক্টিভিটি: ওয়াই-ফাই, ব্লুটুথ

সুবিধাসমূহ:
  • দেখতে সুন্দর
  • দামওসাধ্যের মধ্যে
অসুবিধাসমূহ:
  • ব্যাটারির স্থায়ীত্বকাল অসন্তোষজনক
  • এনএফ সি কানেক্টিভিটি নেই

Related Articles

Leave a Reply

Back to top button