আজ থেকে ব্যাংক লেনদেন নতুন সময়সূচিতে

চলতি রমজান মাসে ব্যাংকের লেনদেনে হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। প্রথম রোজা থেকে এই সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এবার রমজানের প্রথম দিন ছিল শুক্রবার এবং দ্বিতীয় দিন ছিল শনিবার। সরকারি ছুটির এই দুই দিন শেষে রোববার ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে সোমবার (২৭ মার্চ) থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক লেনদেন।

এর আগে গত বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ করে।

এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে এবং লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আরও দেখুন: রমজানে চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

বাংলাদেশ ব্যাংকের আরেক নির্দেশনায় বলা হয়, দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের অফিস পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

আরও বলা হয়, রমজান মাস অতিবাহিত হওয়ার পর দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

Leave a Reply

Back to top button