অডিট অফিসার (অফিসার-পিও) নিয়োগ দেবে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘অডিট অফিসার- অফিসার/ সিনিয়র অফিসার/ এক্সিকিউটিভ অফিসার/ প্রিন্সিপাল অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড

পদের নাম:
– অডিট অফিসার

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

জব কন্টেক্সট:
– পদঃ অফিসার/ সিনিয়র অফিসার/ এক্সিকিউটিভ অফিসার/ প্রিন্সিপাল অফিসার।
– প্রার্থীদের অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে পদ দেওয়া হবে।

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
– যে কোন বিভাগে স্নাতকোত্তর/ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
– সিএ (সিসি)/ সিএ থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
– একাডেমিক রেকর্ডে কোন তৃতীয় শ্রেণি গ্রহনযোগ্য নয়।

অভিজ্ঞতা:
– ন্যূনতম ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
– যে কোন স্বনামধন্য ব্যাংকের ICC তে ৩-৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
– ক্রেডিট অপারেশন, ক্রেডিট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রেডিট রিস্ক এনালাইসিস, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড ইতাদিতে অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরনঃ
– ফুল টাইম ও স্থায়ী।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

বয়স:
– সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা:
– আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা।
– এছাড়া যোগ্যতার ভিত্তিতে সকল পদে নির্বাচিত যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় প্যাকেজ সরবরাহ করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় লিংক:
– সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন

Apply Now

আবেদনের শেষ তারিখ:
– ০৫ মার্চ, ২০২১।

সোর্স: বিডি জবস

Related Articles

Leave a Reply