অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (Dutch Bangla Bank Limited) একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় যৌথ-উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে “অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার – ফর ডেপ্লোয়িং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড“ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে আগামী ১৫ মার্চ, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড

পদের নাম:
– অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার – ফর ডেপ্লোয়িং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।

দায়-দায়িত্বঃ
– ক্রেডিট কার্ড, ডিজিটাল পেমেন্ট সলিউশন এবং এর সাথে সম্পর্কিত সকল ব্যাংকিং সার্ভিস সম্পর্কে পরিপূর্ণভাবে জানা।
– সম্ভাব্য সকল বহুজাতিক/ দেশীয় প্রতিষ্ঠানে কর্পোরেট অফার দেয়া এবং প্রোডাক্ট প্রেজেন্টেশন করা।
– বিভিন্ন তথ্যের উৎস থেকে সুপরিচিত বহুজাতিক/ দেশীয় প্রতিষ্ঠানের বা সোসাইটি/অ্যাসোসিয়েশন/ ক্লাব এর সদস্য/ কর্মকর্তাদের তালিকা/ নির্দেশিকা সংগ্রহ করে সম্ভাব্য গ্রাহকদের তালিকা তৈরি করা।
– প্রতিদিন কমপক্ষে ৩০ জন সম্ভাব্য গ্রাহকের সাথে দেখা করে বা কমপক্ষে ৫০ জন গ্রাহকে ফোন করে- ক্রেডিট কার্ডের গুণাগুণ বোঝানো এবং কমপক্ষে ২টি ক্রেডিট কার্ড আবেদন সংগ্রহ করা।
– গ্রাহকের পরিপূর্ণ তথ্য দিয়ে সঠিকভাবে ক্রেডিট কার্ড আবেদন ফরম পূরণ করা/ করানো এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি সঠিকভাবে সংগ্রহ করা।
– সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের ভিজিটিং কার্ড এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা।
– প্রতিদিন সম্ভাব্য গ্রাহক পরিদর্শন এর কল রিপোর্ট তৈরী করে সংশ্লিষ্ট রিলেশনশিপ ম্যানেজারের কাছে জমা দেয়া।
– উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা।

আবেদন যোগ্যতা:
– সরকার অনুমোদিত যেকোন কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম ২য় বিভাগ পেয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।

বয়সসীমা:
– সবোর্চ্চ ৩৫ বছর।

চাকরির ধরণ:
– চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই৷

যারা অগ্রাধিকার পাবেন:
– যাদের ইতিপূর্বে সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজের অভিজ্ঞতা রয়েছে।
– যারা বানিজ্য/ অর্থনীতি/ এ সম্পর্কিত বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
– যারা ঢাকায় বসবাস করেন/ যাদের ঢাকায় বসবাসের ব্যবস্থা রয়েছে।
– যারা নিজস্ব স্মার্টফোন এবং মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।
– যাদের নিজস্ব ল্যাপটপ রয়েছে।
– যাদের নিজস্ব মোটরবাইক/ স্কুটার রয়েছে।

কর্মস্থল:
– ঢাকা।

বেতন-ভাতা ও সুবিধা:
– মাসিক ১০০ পয়েন্টের লক্ষ্যমাত্রা অর্থাৎ নুন্যতম ১০টি বা তার বেশী ক্রেডিট কার্ড ইস্যু করলেই নূন্যতম ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা পাবেন।
– লক্ষ্যমাত্রার বেশী অর্জন করলে মাসে সর্বোচ্চ ১০০,০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে।
– শিক্ষানবিশ থাকাকালীন (প্রথম তিন মাস) নূন্যতম মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও ৪,০০০ টাকা করে প্রদান করা হবে।
– বাৎসরিক ২টি উৎসব বোনাস ও ইন্সুরেন্স সুবিধা।

আবেদনের প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে

সরাসরি আবেদন করতে ক্লিক করুন

অনলাইনে আবেদন

প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
– আগ্রহী প্রার্থীগণ আপনাদের জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিন নিন্ম উল্লেখিত ঠিকানায়: মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড, বাড়ী নং: ২০/২, (৩য় তলা), পশ্চিম পান্থপথ, উত্তর ধানমন্ডি, ঢাকা-১২০৫ (স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে, সন্ধ্যারাম প্লাজার পিছনের বাড়ি)।
ইমেইল: rezaul.multidrive@gmail.com

আবেদনের শেষ তারিখ:
– ১৫ মার্চ, ২০২৩।

আরও চাকরির খবর:
অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
স্নাতক পাসে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
সারাদেশে ক্রেডিট অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

সোর্স: বিডি জবস।

Related Articles