অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ-আরএফএল গ্রুপ

প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। রংপুরে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) পথচলা শুরু। এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন আমজাদ খান চৌধুরী। মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ডেইলি শপিং-এর জন্য অ্যাসিস্ট্যান্ট আউটলেট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অ্যাসিস্ট্যান্ট আউটলেট ম্যানেজার পদে অনলাইনের মাধ্যমে আগামী ১৭ এপ্রিল, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– প্রাণ-আরএফএল গ্রুপ

পদের নাম:
– অ্যাসিস্ট্যান্ট আউটলেট ম্যানেজার।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

পদের সংখ্যা:
– নির্ধারিত নয়।

আবেদন যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস।
– শিক্ষাজীবনে কোন ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।

বয়সসীমা:
– সবোর্চ্চ ৩০ বছর।

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী

কর্মক্ষেত্র:
– অফিসে

অন্যান্য শর্তাবলী:
– ভাল আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা।
– বন্ধুত্বপূর্ণ এবং উপস্থাপনযোগ্য।
– এমএস অফিস প্যাকেজে (বিশেষ করে এমএস এক্সেল) দক্ষতা প্রদর্শন করা হয়েছে।
– চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোন স্থানে।

বেতন:
– আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ সুবিধা:
– মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, পারফরমেন্স বোনাস
– দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকি
– বেতন পর্যালোচনা: বার্ষিক
– উৎসব বোনাস: ২
– সামগ্রিক আউটলেট বিক্রয়ের উপর বিক্রয় কমিশন।
– নির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিক্রয় প্রণোদনা।
– দ্রুত ক্যারিয়ার বৃদ্ধি।
– নিশ্চিতকরণের পরে সীমিত সিলিংসহ মোবাইল।
– এছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

অনলাইনে আবেদন

আরও দেখুন:
ঢাকায় অফিসার/এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দেবে পদ্মা ব্যাংক সিকিউরিটিস
মাস্টার্স পাশে জুনিয়র অফিসার (জিবি) নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক
স্নাতক পাসে এও/ অফিসার/ ইও নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক

আবেদনের শেষ তারিখ:
– ১৭ এপ্রিল, ২০২৩।

সোর্স: প্রাণ-আরএফএল গ্রুপ।

Leave a Reply