তারবিহীন এয়ারপাওয়ার চার্জিং ম্যাট বাজারে আনছে অ্যাপল

টিআইবিঃ চলতি বছরের শেষদিকে একই সঙ্গে আইফোন, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস চার্জ করা যাবে এমন তারবিহীন এয়ারপাওয়ার চার্জিং ম্যাট বাজারে আনছে অ্যাপল বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে এই ওয়্যারলেস চার্জিং ম্যাট আনে অ্যাপল। সেসময় তাদের চার্জিং ম্যাটের একটি ডেমোও দেখানো হয়। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে তা আর অগ্রগতি পায়নি।

সেসময় অভিযোগ ছিল এই ওয়্যারলেস চার্জিং ম্যাট গরম হয়ে যায়। এরপর গত বছরের শেষদিকে অ্যাপল তাদের ওয়েবসাইট থেকে ওয়ারলেস চার্জারের সব তথ্য মুছে ফেলে। এরপর বেশ কয়েকবার এই চার্জিং ম্যাট বাজারে আসছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে তা বাস্তবে রূপ লাভ করেনি।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

তবে অনেক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারপাওয়ার চার্জিং ম্যাট উৎপাদন শুরু করে দিয়েছে এবং অ্যাপলের সূত্রের বরাত দিয়ে ডিজিটাইমস জানিয়েছে, ২০১৯ সালের শেষ দিকেই ওয়ারলেস চার্জার উন্মুক্ত করবে অ্যাপল।

Related Articles

Leave a Reply

Back to top button