নোকিয়া ফোনে আসছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট!!

টিআইবিঃ আসসালামু আলাইকুম। বাজারে এসে গেছে গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯.০ পাই। যথারীতি গুগলের পিক্সেল সিরিজে স্মার্টফোনগুলোতে ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট পেয়েছে। এবার অ্যান্ড্রয়েড পাই আপডেট এর ঘোষণা দিয়েছে নোকিয়া ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি গুলোর মধ্যে গ্রাহকদের লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার সুনামে এক নম্বরে আছে এইচএমডি গ্লোবাল এর নোকিয়া। শিঘ্রই কোম্পানির সকল স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট পৌঁছে যাবে বলেছেন এইচএমডি গ্লোবাল। যেসব ফোনে এখন অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন চলছে সেই সকল মডেল গুলিতে অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট পাওয়া যাবে।
আসুন দেখে নেই নোকিয়ার কোন ফোনগুলো অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট পাবে-
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
- Nokia 1
- Nokia X5
- Nokia 2
- Nokia 6
- Nokia 2.1
- Nokia 6.1
- Nokia 2.1
- Nokia X6 aka
- Nokia 6.1 Plus
- Nokia 3
- Nokia 7
- Nokia 3.1
- Nokia 7 Plus
- Nokia 5
- Nokia 8
- Nokia 5.1
- Nokia 8 Sirocco
সম্প্রতি এক ঘোষণা অনুযায়ী নোকিয়া কোম্পানি এখন ব্যস্ত ব্যবহারকারীদের ফোনে অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট পৌঁছে দেওয়ার কাজে। নোকিয়ার যে সকল ফোনে স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজ এর চিপসেট রয়েছে, সেই সব ফোনে অ্যান্ড্রয়েড এর এই লেটেস্ট আপডেট আগে দেওয়া হবে। এই তালিকায় আছে Nokia 6.1 এবং Nokia 6.1 Plus মডেলের ফোন। অক্টোবর মাসের মধ্যেই এই দুই মডেলের ফোনে অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট পেয়ে যাবে।
পাশাপাশি Nokia 8 এবং Nokia 8 Sirocco মডেলের ফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট পাবেন নভেম্বর মাসে। এছাড়া এই বছরের শেষে নোকিয়া কোম্পানির অন্যান্য ফোনগুলোতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট পৌঁছে যাবে।