ম্যানেজমেন্ট ট্রেইনি/ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দেবে আল আরাফাহ ইসলামী ব্যাংক

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ এক্সিকিউটিভ অফিসার পদে সৃজনশীল ও দক্ষ তরুণদের খুঁজছে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম:
• ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ এক্সিকিউটিভ অফিসার (অন প্রবেশন)
শিক্ষাগত যোগ্যতা:
• এমবিএ/ এমবিএম/ মাস্টার্স ইন ম্যাথমেটিকস, স্ট্যাটিসটিকস, ফিজিক্স, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, হেলথ ইকনোমিক্স, ইকোনোমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, ল’/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
• এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে ৪.৫০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জিপিএ ৪ স্কেলে ৩ থাকতে হবে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
যোগ্যতা ও দক্ষতা:
• বাংলা ও ইংরেজিতে দক্ষতাসহ কম্পিউটারে সাধারণ জ্ঞান আবশ্যক।
চাকরির ধরন:
• স্থায়ী
প্রার্থীর ধরন:
• নারী পুরুষ উভয়
বয়স:
• সর্বোচ্চ ৩০ বৎসর
প্রবেশন পিরিয়ড:
• ১ বছর প্রবেশনকাল শেষে নিয়োগপ্রাপ্তদের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/ এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের নিয়ম:
• আল আরাফাহ ব্যাংক ওয়েবসাইটের (www.al-arafahbank.com/career) মাধ্যমে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় লিংক:
• সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন
• অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ:
• ১৯ সেপ্টেম্বর, ২০১৯।