পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন চেয়ারম্যান আকরাম-আল-হোসেন

সদ্য অবসরে যাওয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ ডিসেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (কেন্দ্রীয় ব্যাংক) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ -এর ১১ ও ১২ ধারা অনুযায়ী মো. আকরাম আল-হাসেন, সিনিয়র সচিব (পিআরএল) কে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ হতে ৩ বছরের জন্য নিয়োগ করা হলো।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনের শেষ কর্মদিবস ছিল ৩১ অক্টোবর।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
গত ৫ জুলাই পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।