স্নাতক পাসে একাউন্টস অফিসার নিয়োগ দেবে পদ্মা ব্যাংক সিকিউরিটিস

পদ্মা ব্যাংক সিকিউরিটিস লিমিটেড সম্প্রতি “একাউন্টস অফিসার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা একাউন্টস অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২৩ নভেম্বর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– পদ্মা ব্যাংক সিকিউরিটিস লিমিটেড

পদের নাম:
– একাউন্টস অফিসার।

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিং/মার্কেটিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রী।

অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই

অন্যান্য শর্তাবলী:
– কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
– এমএস অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা আউটলুকে ব্যবহারে পারদর্শী হতে হবে।

কর্মক্ষেত্র:
– অফিসে।

কর্মস্থল:
– ঢাকা।

বেতন-ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের একটি ছবি সিভি এর সাথে সংযুক্ত করে পোস্টের নাম উল্লেখ পূর্বক ই-মেইল করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– ই-মেইলে আবেদন করতে সিভি পাঠাতে হবে hr@padmasecurities.com.bd এই ঠিকানায়।

অথবা সরাসরি আবেদন করতে ক্লিক করুন

অনলাইনে আবেদন

আরও দেখুন:
অভিজ্ঞতা ছাড়াই ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক, বেতন ২৬০০০

আবেদনের শেষ তারিখ:
– ২৩ নভেম্বর, ২০২২।

সোর্স: বিডি জবস।

Related Articles

Leave a Reply