অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হলেন আবদুছ ছামাদ পাটওয়ারী

অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন মো. আবদুছ ছামাদ পাটওয়ারী। তিনি ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
আরও দেখুন:
• আজ থেকে ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘণ্টা
• করোনায় রাকাব সহকারী মহাব্যবস্থাপকের মৃত্যু
কর্মজীবনে তিনি একাধিক করপোরেট শাখাসহ বিভিন্ন শাখা, সার্কেল ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দাপ্তরিক কাজে ভারত, হংকং, ভিয়েতনামসহ দেশ-বিদেশে অসংখ্য ট্রেনিং ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
একজন সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। মো. আবদুছ ছামাদ পাটওয়ারী ১৯৬২ সালে চাঁদপুর জেলার কচুয়া থানার প্রসন্নকাল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।