পিন ছাড়া সব কার্ডে ৫ হাজার টাকা লেনদেন করা যাবে

আগে শুধু ক্রেডিট কার্ডে কন্ট্যাক্টলেস বা পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করা যেত। এখন থেকে সব ধরনের কার্ডে পিন ছাড়া লেনদেন করা যাবে। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে। অনেক সময় এমন হয় যে নিজে গিয়ে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না। আবার নিরাপত্তার কারণে কার্ডের পিন নম্বরও অন্য কাউকে বলা যায় না। এখন নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আরও দেখুন:
কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে রফতানিকারকদের ঋণ দেবে ইসলামী ব্যাংক
বিদেশ থেকে ডলার আনা সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

তবে এ ক্ষেত্রে কার্ডধারী যেন বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে না পড়েন, সে জন্য লেনদেনের সীমা কমিয়ে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply