কর্মের স্বীকৃতি পেলেন বাংলাদেশ ব্যাংকের ৩৩ কর্মকর্তা

৩৩ কর্মকর্তাকে কাজের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিক এ আয়োজনে এবার ২০২০ ও ২০২১ সালের কাজের জন্য পুরস্কার তুলে দেওয়া হয়। ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ নামে এটি পরিচিত।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
সোমবার মনোনীত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ডেপুটি গভর্নর ও শীর্ষ নির্বাহীরা।
অনুষ্ঠানে ২০২০ সালের জন্য তিনটি বিভাগের কর্মকর্তারা দলগত পুরস্কার পান। তারা হলেন- আইপিএফএফ-২ প্রজেক্ট সেলের রথীন কুমার পাল, সালমা আক্তার ও মালিক তানভীর আহমেদ। মানবসম্পদ বিভাগ-১ এর মুহাম্মদ নাজমুল হক, জাকিউল আলম সরকার ও বেলাল হোসেন এবং ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট সিস্টেমের মাসুমা বেগম ও শিমুল চন্দ্র মন্ডল। ২০২১ সালের জন্য সর্বোচ্চ মান পেয়ে পুরস্কার লাভ করেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন তপাদার ও দ্বিতীয় সর্বোচ্চ মানের জন্য পুরস্কার পান মতিঝিল কার্যালয়ের মিজানুর রহমান আকন।
২০২১ সালের জন্য দলগত পুরস্কার দেওয়া হয় পাঁচ বিভাগের কর্মকর্তাদের। এর মধ্যে আছেন- মানবসম্পদ বিভাগ-১ এর শাকিল এজাজ, মোহাম্মদ হুমায়ুন কবীর, মোহাম্মদ আবু নাসের, আজমল হুসাইন ও লাখি আক্তার। ব্যাংক পরিদর্শন-৭ বিভাগের রোকন উদ্দিন জাহেদ, মৃধা নবী হোসেন, মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম বিপু। ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগের ইমরুল হায়দার চৌধুরী ও সাইফুল ইসলাম। ডেট ম্যানেজমেন্ট ও ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট সিস্টেম বিভাগের দেবব্রত সাহা, নীরু নাসরীন, আনোয়ার হোসেন, আয়েশা আইয়ুব ও রাজিবুল ইসলাম।
আরও দেখুন: সংকটে ব্যাংকের ওপরই ভরসা রাখুন: মাসরুর আরেফিন
কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের সৈয়দ গোলাম শাহাজারুল আলম, শামছুন নাহার নূপুর এবং এএএম আমানুর ইসলাম। সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের খন্দকার মোর্শেদ মিল্লাত, সালাহ উদ্দীন, রাবেয়া খন্দকার ও আহমেদ জুবায়ের মাহবুব।
One Comment