স্যামসাং Exynos ৭৮৭২ চিপসেট নিয়ে আসলো মেইজু M6s!

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভাল আছেন। আজ সন্ধায় আপনাদের জন্য নিয়ে এলাম মেইজুর নতুন হ্যান্ডসেট মেইজু এম৬এস এর ফুুল স্পেসিফিকেশন। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
মেইজু চীনে তাদের লেটেস্ট ডিভাইস M6s স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনটি পাতলা বেজেল যুক্ত ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ডিভাইসটির সাইডে দেওয়া হয়েছে যেমনটা Sony Xperia আর Razer Phone এ দেখা গেছে। এই ফোনটি “Super mBack” ফিচার যুক্ত, যা ব্যবহারকারীদের জন্য ডিসপ্লেতে বানানো একটি নতুন হ্যালো প্রসেসার সেন্সটিভিটি বটনে সোয়াইপ করে ডিভাইসকে নেগিভেট করার অনুমতি দেয়।
মেইজু M6s ফোনটির দুটি ভেরিয়েন্ট আছে। একটি ভেরিয়েন্ট ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজ যুক্ত এর দাম ৯৯৯ (Yuan)। আর অন্য ভেরিয়েন্টটি ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ যুক্ত যার দাম ১,১১৯ (Yuan)। আর এর সঙ্গে এই ফোনটিতে মাইক্রো এসডি কার্ডের ব্যবহারও করা যাবে যার মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারিত করা যাবে৷
এই স্মার্টফোনটি শ্যাম্পেন গোল্ড, মেট ব্ল্যাক, মুন সিলভার আর কব্লেট ব্লু কালারে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটি ভারতে কবে লঞ্চ হবে এখনও সেই বিষয়ে কিছু জানা যায়নি।
মেইজু M6s ফোনটিতে ৫.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে ১৪৪০ × ৭২০ পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই স্মার্টফোনটিতে হেক্সা কোর স্যামসাং Exynos 7872 চিপসেট দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ব্যাটারি ৩০০০mAh।
মেইজু M6s ফোনটিতে স্যামসাং CMOS সেন্সার আর f/2.0 অ্যাপার্চারের সঙ্গে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে ৫ পিক্সেল লেন্স দেওয়া হয়েছে আর এতে ডুয়াল টোন LED ফ্ল্যাশ আছে। মেইজু M6s ডিভাইসটি f/2.0 অ্যাপার্চার লেন্স যুক্ত এবং এর ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল। এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড ৭.১.২ নৌগাটে চলে।
মেইজু M6s এর কী ফিচারসমূহঃ
১) ৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে
২) ১.৫ GHz কোয়াড কোর প্রসেসর
৩) ৩/৪ জিবি র্যাম
৪) ৩২/৬৪ জিবি স্টোরেজ
৫) ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
৬) ৩০০০ mAh ব্যাটারি
৭) অ্যান্ড্রয়েড ৭.১.২।
মেইজু M6s এর ফুুল স্পেসিফিকেশনঃ
আসুন জেনে নেয়া যাক কি আছে মেইজুর এই নতুন স্মার্ট ফোনটিতে।
# Rear Camera
- 16-megapixel
- ƒ/2.0 wide aperture
- 5P custom lens
- Burst mode
- Panning
- High-speed PDAF
- Dual-tone flash
# Front Camera
- 8-megapixel
- ƒ/2.0 aperture
- 4P custom lens
- ArcSoft®
- Face AE
# Screen
- Size: 5.7-inch
- Resolution: 1440 x 720
- Contrast: 1000:1
- PPI: 282
- Brightness: 450 cd/m² (typical value)
- Manufacturing process: Full in-cell
# Processor & Memory
- Exynos 7872 processor
- 14nm FinFET process
- ARM® Cortex®-A73™ 2.0GHz x2 +
- ARM® Cortex®-A53™ 1.6GHz x4
- ARM Mali-G71 GPU
- 3GB LPDDR3 memory
# mTouch
- Response speed: 0.2s
- Recognition angle: 360°
- Sensors: Capacitive touch sensor
- Max. number of fingerprints: 5
# Carriers and Standards
- 4G FDD-LTE: B1/3/5/7/8/20
- 4G TD-LTE: B40
- 3G WCDMA: B1/2/5/8
- 3G CDMA: Bc0
- 2G GSM: B2/3/5/8
# WLAN
- 802.11a/b/g/n wireless network
- 5GHz and 2.4GHz
# Bluetooth
- Bluetooth 4.2
- Supports BLE
# Sensors
- Linear motor
- Pressure sensor
- Gravity sensor
- Infrared proximity sensor
- Gyroscope, ambient light sensor
- Touch sensor
- Digital compass
# Color
- Champagne Gold
- Matte Black
- Moonlight Silver
- Cobalt Blue
সুত্রঃ ইন্টারনেট