স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড সমস্যার ৩টি সমাধান

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম৷ বন্ধুরা কেমন আছেন৷ আশা করি ভলো৷ আজ আপনাদের জন্য নিয়ে এলাম স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড সমস্যা সম্পর্কে একটি পোস্ট৷
আপনি যদি একজন স্যামসাং ইউজার হয়ে থাকেন তবে অবশ্যই লক্ষ্য করে থাকবেন স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড নোটিফিকেশনটি। যদি আমার কথা সঠিক হয়ে থাকে তবে এটি যে স্যামসাং ইউজারদের জন্য একটি সাধারণ সমস্যা তা বলার অপেক্ষা রাখে না। নোটিফিকেশনটির উপর ক্লিক করলে আপনার স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে কিন্তু কিছু সময় পরে আপনি যখন অন্য কোন কাজে ব্যস্ত তখন সেই বিরক্তিকর নোটিফিকেশনটি আবার আসবে।
স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড সমস্যাটি প্রায় সব স্যামসাং ডিভাসই দেখা যায়। বিশেষ করে স্যামসাং এর নতুন OS Marshmallow 6.0 এবং Nougat 7.0 এর ক্ষেত্রে সমস্যাটি বেশি দেখা যায়। উপরের সমস্যা মাথায় রেখে আজ আপনাদের দেখাবো কিভাবে স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড সমস্যাটি সমাধান করবেন। যাহোক এই সমস্যাটি সমাধানের অনেক উপায় থাকলেও আমরা তিনটি মৌলিক পদ্ধতির মাধ্যমে কিভাবে সমস্যা সমাধান করবেন তার বিস্তারিত আপনাদের দেখাবো।
স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড সমস্যার ৩টি সমাধান
প্রথম পদ্ধতিঃ Sync Cancel করুন
যদি আপনি স্যামসাং এর কোন পুরাতন ফোন বা কোন পুরাতন ভার্সন ব্যবহার করেন তবে এই সমস্যার সাথে আপনার বেশি পরিচিত হবার কথা। এক্ষেত্রে এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে অবশ্যই sync বন্ধ করতে হবে।
১। প্রথমে আপনার মোবাইলের মেনু অপশন থেকে সেটিং নির্বাচন করে অ্যাকাউন্ট অপশনে যান।
২। এখন অ্যাকাউন্ট ওপেন করুন।
৩। সেটিং স্ক্রীন থেকে স্যামসাং অ্যাকাউন্টের উপর ক্লিক করুন।
৪। পরবর্তী স্ক্রীনের নিচের দিকে Cancel Sync অপশন দেখতে পাবেন। এখন এর উপর ক্লিক করুন।
৫। কিছু সময় অপেক্ষা করুন একটি মেসেজ দেখতে পাবেন ‘Sync Cancelled’
৬। ফোনটি restart করুন এবং খেয়াল করুন সেশন এক্সপায়ার্ড নোটিফিকেশনটি আছে কিনা।
৭। যদি সেশন এক্সপায়ার্ড নোটিফিকেশনটি থাকে তবে এর উপর ক্লিক করুন এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ক্লিক করুন।
কাজ শেষ, স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড সমস্যার সমাধানের এটিই হল সবচেয়ে সহজ পদ্ধতি।
দ্বিতীয় পদ্ধতিঃ অ্যাকাউন্ট বন্ধ করুন
আপনি যদি নতুন ভার্সনের ফোন ব্যবহার করেন তাহলে আপনার ফোনে Sync Cancel অপশন পাবেন না! প্রশ্ন করতে পারেন তাহলে কি আমার স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড সমস্যার সমাধান পাবো না? বন্ধুরা হতাশ হবেন না দ্বিতীয় পদ্ধতি আপনাদের জন্য। এ পদ্ধতির জন্য আপনাকে autosync বন্ধ করতে হবে।
১। প্রথমে স্মার্টফোনের সেটিং অপশনে যান
২। অ্যাকাউন্টে ক্লিক করুন
৩। পরবর্তী স্ক্রীন থেকে স্যামসাং অ্যাকাউন্টের উপর ক্লিক করুন
৪। যদি আপনি স্যামসাং অ্যাকাউন্টে লগইন থাকেন তাহলে Sync all অপশনে ক্লিক করুন
৫। ফোনটি restart করুন
৬। যদি সেশন এক্সপায়ার্ড নোটিফিকেশনটি থেকে থাকে তাহলে Settings>Cloud and Accounts>Accounts>Samsung Account এ যান। এই সময় Sync all ক্লিক না করে Disable Auto Sync-এ ক্লিক করুন।
উপরের পদ্ধতির মাধ্যমে খুব সহজেই auto sync বন্ধ করতে পারেন এবং এর মাধ্যমে সেশন এক্সপায়ার্ড সমস্যার সমাধান পাবেন ইনশা আল্লাহ্।
তৃতীয় পদ্ধতিঃ কম্পিউটার থেকে স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন করুন
কিছু ক্ষেত্রে স্যামসাং ওয়েবসাইট থেকে তাদের অ্যাকাউন্টে এই সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরন করতে পারেন।
১। Samsung Website-এ গিয়ে উপরের ডান কোণের লগইনে ক্লিক করুন
২। স্যামসাং অ্যাকাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইনইন করুন
৩। সাইনইন করার পরে উইন্ডোটি বন্ধ করুন এবং আপনার ফোনে যথারীতি কাজ করতে থাকুন।
৪। যদি সেশন এক্সপায়ার্ড নোটিফিকেশনটি আসে তবে এর উপর ক্লিক করুন এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ক্লিক করুন।
কাজটি করার পরে আপনি চিরতরে সেশন এক্সপায়ার্ড সমস্যার সমাধান পাবেন ইনশা আল্লাহ্।
শেষকথা
বন্ধুরা, এই হল স্যামসাং অ্যাকাউন্টের সেশন এক্সপায়ার্ড সমস্যা সমাধানের কয়েকটি কার্যকরী পদ্ধতি। উপরের পদ্ধতি গুলো আমি নিজে পরীক্ষা করেছি এবং ভাল ফলাফল পেয়েছি। পদ্ধতিগুলো যদি সঠিক ভাবে অনুসরণ করেন তবে আশা করতেই পারি আপনি চিরতরে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।