সাশ্রয়ী মূল্যে শাওমির ১৬ মেগাপিক্সেল সেলফি ফোন রেডমি Y1

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহ্‌ মেহেরবানীতে সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ইন্ডিয়ান বাজারে সদ্য লঞ্চ করা শাওমি রেডমি Y1। আসুন দেখে নেই এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ দিক।

চীনের আইফোন খ্যাত শাওমি ইন্ডিয়ান বাজার দখলের প্রাথমিক পদক্ষেপ হিসাবে ইন্ডিয়ান বাজারে তাদের নতুন স্মার্টফোন রেডমি Y1 লঞ্চ করেছে। LED ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার শাওমির রেডমিY1৷ যা কম আলোতে চমৎকার সেলফির উপযোগী।

অন্যান্য রেডমি ডিভাইস মত এতেও রয়েছে ৩/৪ র‍্যাম ও ৩২/৬৪ জিবি মেমোরির সাথে থাকছে ৩০৮০mph ব্যাটারি আর এতে রয়েছে MIUI 9 এর গ্লোবাল ভার্সন। এতে ৫.৫ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে Qualcomm Snapdragon 435O এর Octa-core Cortex A53 প্রসেসর৷

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

শাওমি রেডমি Y1 এর Y বলতে Youth বা যুবকদের বুঝানো হয়েছে৷ মূলত যুবকদের লক্ষ্য করেই শাওমি Y সিরিজের প্রথম ফোনটি বাজারে এনেছে৷ শাওমি রেডমি Y1 এর ডিজাইন সহ অনেক দিকই শাওমি 5A এর সমতূল্য৷

ইন্ডিয়ান বাজারে ৩ জিবির জন্য ৮,৯৯৯ ও ৪ জিবির ১০,৯৯৯ রুপি নির্ধারণ করা হয়েছে৷

শাওমি রেডমি Y1এর কী ফিচারসমূহঃ

১৷ ৫.৫ IPS LCD ডিসপ্লে

২৷ ১৩ এমপি রেয়ার ক্যামেরা

৩৷ ১৬ এমপি সেলফি ক্যামেরা

৪৷ ৩০৮০mph ব্যাটারী

৫৷ অ্যান্ড্রয়েড ৭.১.২

৬৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর

শাওমি রেডমি Y1 এর বিস্তারিত বিবরণঃ
Operating System MIUI 9 atop Android 7.1.2 Nougat
Display 5.5-inch IPS LCD 1280 x 720 (236ppi)
Gorilla Glass, 2.5D curved glass
Processor Qualcomm Snapdragon 435
Octa-core Cortex A53
GPU Adreno 505
RAM 3GB/4GB
Storage 32GB/64GB
Expandable Yes, up to 256GB (dedicated slot)
Battery 3080mAh
Charging MicroUSB
Rear Camera 13MP f/2.2, PDAF
Dual-tone flash
1080p video
Front Camera 16MP f/2.0
1080p video
Single LED flash
Connectivity Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2
IR blaster, 3.5mm jack
GPS/AGPS, GLONASS, BeiDou
Security One-touch fingerprint sensor at the back
SIM Dual SIM slot
Dimensions 153 x 76.2 x 7.7mm
Weight 153g
Colors Gold, Dark Grey

সুত্রঃ ইন্টারনেট

Related Articles

Leave a Reply

Back to top button