সস্তায় স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে নোকিয়া

টেকনো ইনফোঃ HMD গ্লোবালের একটি নতুন ডিভাইস TA-1056কে এবার FCCতে দেখা গেছে। পাওয়া খবর অনুসারে, এই ফোনটির সাইজ বেশ ছোট। এটি ১৩৩ mm লম্বা আর ৬৮ mm চওড়া। নোকিয়া ২ ফোনটির সাইজ ১৪৩.৫ mm x ৭১.৩ mm, সেক্ষেত্রে এই নতুন ফোনটি নোকিয়া ২ এর থেকেও আকারে ছোট।
আরও পড়ুনঃ কম্পিউটার কেনার কথা ভাবছেন? জেনে নিন কম্পিউটার কেনার পূর্বের কিছু প্রয়োজনীয় বিষয়।
আর এর সঙ্গে আরও দেখা গেছে যে, এই ফোনটি একটি ডুয়াল সিমের ফোন। এই ফোনটিতে 4LTE থাকবে। FCC’র খবর অনুসারে এই ফোনটিতে একটি রিমুভেবেল ব্যাটারি থাকবে। এতে একটি ৩.৫ mm’র হেডফোন জ্যাক থাকবে।
আপাতত নোকিয়া TA-1056 ফোনটির বিষয়ে কিছু জানা যায়নি, তবে এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন হতে পারে। শুধু ফোনের সাইজ নয় এই ফোনে LTE থাকবে। এ থেকেও অনুমান করা যায় যে ফোনটি একটি স্মার্টফোন হবে। আর এর সঙ্গে এতে ৫GHz ওয়াই ফাই থাকবে। আশা করা হচ্ছে যে এটি নোকিয়া ১ অ্যান্ড্রয়েড ওয়ান ফোন হতে পারে।