শাওমি এমআই ম‍্যাক্স ২ এর স্থান দখল করতে আসছে এমআই ম‍্যাক্স ৩

টেকনো ইনফোঃ খবর গুলিকে যদি সত্যি বলে মেনে নেওয়া হয় তবে শাওমি আপাতত Xiaomi Mi Max 3 এর ওপর কাজ করছে যা বাজারে আগে থেকে উপস্থিত Xiaomi Mi Max 2 এর জায়গা নেবে। আর এবার এই ফোনটির বিষয়ে একটি নতুন লিক সামনে এসেছে। এবার ফোনটির একটি ছবি লিক হয়েছে, যা দেখে এটা জানা গেছে যে ফোনটি ফুল স্ক্রিন ডিজাইন যুক্ত হবে।

এখন যদি এই দাবিকে সত্যি বলে মেনে নেওয়া হয় তবে, শাওমি এমআই ম‍্যাক্স ৩ এর সাইজ তার ওল্ড জেনারেশানের মতনই হবে আর এতে ইউজাররা বড় ডিসপ্লে পাবে। এই ফোনের সাইড খুব পাতলা হবে।

লিক হওয়া ছবিটি দেখলে এটা পরিষ্কার বোঝা যায় যে এর সাইড খুব পাতলা হবে কিন্তু আমরা আশা করছি যে এই ফোনটি ১৮:৯ অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে যুক্ত হতে পারে। এই ফোনটিতে সেলফি ক্যামেরার প্লেসমেন্টও শাওমি এমআই ম‍্যাক্স ২ এর মতন হবে।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

এর আগের পাওয়া লিকে দাবি করা হয়েছিল যে শাওমি এমআই ম‍্যাক্স ৩ ফোনটিতে ৬.৯৯-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর এর সঙ্গে এতে স্ন্যাপড্র্যাগন ৬৩০ বা স্ন্যাপড্র্যাগন ৬৬০ চিপসেট থাকতে পারে। কিছু লিকে বলা হয়েছে যে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে ৫৫০০mAhএর ব্যাটারি থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button