বাজারে এলো রেডমি সাব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন!

টিআইবিঃ সব জল্পনার অবসান করে ‘Redmi by Xiaomi‘ সাব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন লঞ্চ হল। বৃহস্পতিবার চীনে নতুন রেডমি নোট ৭ ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৪,০০০ mAh ব্যাটারি। সম্প্রতি শাওমির ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ডের তকমা পেয়েছে রেডমি। রেডমি নোট ৭ এই সাব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ডুয়াল সিম রেডমি নোট ৭ এ অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI ৯ স্কিন। রেডমি নোট ৭ এ থাকছে একটি ৬.৩ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে যাতে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫.৯। ফোনের পিছনের দিকে থাকছে হালের ট্রেন্ড গ্রাডিয়্যান্ট ব্যাকপার্ট এবং ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকছে স্নাপড্রাগন ৬৬০ চিপসেট, ৬জিবি পর্যন্ত র্যাম আর ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ।
রেডমি নোট ৭ ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল এর মেইন শুটার ক্যামেরা যার এপারচার ১.৮। সেকেন্ডারি হিসেবে ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা আছে। সেলফি তুলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)।
কানেক্টিভিটির জন্য রেডমি নোট ৭ ফোনে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, ৪জি VoLTE, GPS, AGPS, GLONASS, ব্লুটুথ v৫ এবং ওয়াই-ফাই 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি ৪,০০০ mAh ব্যাটারি তার সাথে বক্সেই দেয়া আছে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার। রেডমি নোট ৭ এর ওজন ১৮৬ গ্রাম।
রেডমি সিরিজের জনপ্রিয়তার সব থেকে বড় কারণ ছিল তাদের দাম। এবারও তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। রেডমি নোট ৭ এর দাম শুরু হয়েছে ৯৯৯ ইয়ুয়ান বা সাড়ে ১২ হাজার টাকার কাছাকাছি। পাওয়া যাবে ৩/৩২,৪/৬৪ এবং ৬/৬৪ র্যাম/রম ভ্যারিয়েন্টে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি পাওয়া যাবে বাংলাদেশের বাজারে।
শাওমি রেডমি নোট ৭ এর ফুল স্পেসিফিকেশন
GENERAL | |
---|---|
Operating System | Android OS, v9.0 (Pie) |
Custom UI | MIUI 10 |
Device type | Phablet |
Sim | Hybrid Sim |
Colours | Blue, Black, Purple |
BODY | |
Dimensions | 159.21 x 75.21 x 8.1 mm |
Weight | 186 g |
DISPLAY | |
Screen size | 6.3 inches |
Form Factor | Touch |
Screen resolution | 1080 x 2340 pixels, 19:9 ratio |
Touchscreen | Capacitive Touchscreen |
Technology (Display Type) | IPS LCD (Corning Gorilla Glass 5) |
PROCESSOR | |
Chipset | Qualcomm Snapdragon 660 |
CPU | Octa Core (Quad 2.2GHz + Quad 1.8GHz) Kryo 260 |
GPU | Adreno 512 |
STORAGE | |
Internal Storage | 32/64 GB Storage |
RAM | 3/4/6 GB RAM |
External Storage | Up to 256 GB |
Card Slot | microSD Card |
Phonebook | Unlimited |
Messaging | SMS, MMS, Email, Push Mail, IM, RSS |
Call Records | Unlimited |
CAMERA | |
Primary camera | 48 MP (f/1.8) + 5 MP Camera with LED Flash |
Front Camera | 13 MP Camera |
Video Recording | 1080p@30fps |
Camera Features | Geo Tagging, HDR, Portrait, Panorama, EIS |
MULTIMEDIA | |
Audio Player | MP3, WAV, eAAC+ |
Video Player | MP4, H.264, H.263 |
Games | Yes |
FM Radio | Yes |
Speakers | Yes |
Audio Jack | 3.5mm Audio Jack |
BATTERY | |
Type | Non-removable Li-Po 4000 mAh battery |
CONNECTIVITY | |
GPRS | Yes |
Edge | Yes |
WLAN | Wi-Fi 802.11 b/g/n, hotspot |
Bluetooth | v5.0 |
Infrared Port | Yes |
USB | USB Type-C |
GPS Facility | with A-GPS, GLONASS |
Browser | HTML5 |
3G Speed | HSPA, LTE |
NETWORK SUPPORT | |
3G | HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz |
2G | GSM 900 / 1800 / 1900 MHz |
4G | Dual VoLTE |
MORE FEATURES | |
Sensors | Fingerprint Sensor, Accelerometer, Proximity, Compass |
Other Features | Face Unlock, AI Camera, IR Sensor, Quick Charging |
সূত্রঃ ইন্টারনেট