গেমারদের জন্য ৮ জিবির স্মার্টফোন ‘রেজার’

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম৷ আশা করি সবাই ভালো আছেন৷ আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সদ্য লাঞ্চ করা গেমিং স্মার্টফোন ‘রেজার’৷

গেমিং প্রতিষ্ঠান রেজার স্মার্টফোন ব্যবসায় তাদের নাম লিখিয়েছে। বুধবার প্রতিষ্ঠানটি গেমিং স্মার্টফোন উন্মুক্ত করেছে যা আইফোন টেন, গুগল পিক্সেল ২ এবং স্যামসাং গ্যালাক্সি ফোনের সাথে পাল্লা দিবে।

ফোনটি বিশেষভাবে গেমারদের জন্য তৈরি করা হয়েছে। ফোনটিতে আছে অনবোর্ড স্পিকার। এতে ১২০ গিগাহার্জের ডিসপ্লে সংযোজন করা হয়েছে। এছাড়াও এর কনফিগারেশন শক্তিশালী।

ফোনটি অনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হলোও গ্রাহকরা এটি হাতে পাবেন ১৭ নভেম্বর থেকে। মূল্য ৭০০ ডলার।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির শার্প আইজিজেডও ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল।

রেজারের এই ফ্লাগশিপ ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম ২৫৬ জিবি পর্যন্ত বারিয়ে নেয়া যাবে।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ছবির জন্য আছে ১২ মেগাপিক্সেলের রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে হোম বাটন রয়েছে।

গেমিং ফোন রেজারের এর কী ফিচার্সসমূহঃ

১) ৫.৭ ইঞ্চির শার্প আইজিজেডও ডিসপ্লে
২) ১.৯ GHz অক্টা কোর প্রসেসর
৩)  ৮ জিবি র‍্যাম
৪) ৬৪ জিবি স্টোরেজ
৫) ১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
৬) ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি
৭) অ্যান্ড্রয়েড ৭.১.১।

গেমিং ফোন রেজারের এর স্পেসিফিকেশনঃ

NETWORK
Technology GSM / HSPA / LTE
2G bands GSM 850 / 900 / 1800 / 1900
3G bands HSDPA 850 / 900 / 1700(AWS) / 1800 / 1900 / 2100
4G bands LTE band 1(2100), 2(1900), 3(1800), 4(1700/2100), 5(850), 7(2600), 8(900), 12(700), 17(700), 19(800), 20(800), 25(1900), 26(850), 28(700), 29(700), 30(2300), 38(2600), 39(1900), 40(2300), 41(2500), 66(1700/2100)
Speed HSPA, LTE
GPRS Yes
EDGE Yes
BODY
Dimensions 158.5 x 77.7 x 8 mm (6.24 x 3.06 x 0.31 in)
Weight 197 g (6.95 oz)
Build Aluminum body
SIM Nano-SIM
DISPLAY
Type IGZO IPS LCD capacitive touchscreen, 16M colors
Size 5.7 inches, 89.6 cm2 (~72.7% screen-to-body ratio)
Resolution 1440 x 2560 pixels, 16:9 ratio (~515 ppi density)
Multitouch Yes
Protection Corning Gorilla Glass 3
– Wide Colour Gamut
– 120 Hz
PLATFORM
OS Android 7.1.1 (Nougat)
Chipset Qualcomm MSM8998 Snapdragon 835
CPU Octa-core (4×2.35 GHz Kryo & 4×1.9 GHz Kryo)
GPU Adreno 540
CAMERA
Primary Dual 12 MP, f/1.8 + 13 MP, f/2.6, 2x optical zoom, phase detection autofocus, dual-LED (dual tone) flash
Features Geo-tagging, touch focus, face detection, panorama, HDR
Video 2160p@30fps
Secondary 8 MP, f/2.0
STORAGE
Card slot microSD, up to 256 GB
Internal 64 GB, 8 GB RAM
SOUND
Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes, with Dolby Atmos stereo speakers (THX-certified amplifiers)
3.5mm jack No
– 24-bit/192kHz audio
– Active noise cancellation with dedicated mic
– Type-C to 3.5 mm headphone jack adapter
CONNECTIVITY
WLAN Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot
Bluetooth 4.2, A2DP, LE
GPS Yes, with A-GPS
NFC Yes
Radio To be confirmed
USB Type-C 1.0 reversible connector
BATTERY
Non-removable Li-Ion 4000 mAh battery
OTHER FEATURES
Sensors Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass
Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM
Browser HTML5
Java No
– Fast battery charging 24W (Quick Charge 4+)
– MP4,WMV,H.264 player
– MP3,WAV,WMA,eAAC+,FLAC player
– Photo,video editor
– Document viewer
LAUNCH
Announced 2017, November
Status Coming soon. Exp. release 2017, November 17th
COLORS & PRICE
Colors Black
Price About 700 $

সুত্রঃ ইন্টারনেট

Related Articles

২ Comments

Leave a Reply