রিমুভেবেল ব্যাটারী নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ২০১৭

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম৷ বন্ধরা, কেমন আছেন৷ আশা করি সবাই ভাল আছেন৷ আজ সন্ধ্যায় আপনাদের জন্য নিয়ে এলাম স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের সবচেয়ে জনপ্রিয় জে২ এর নতুন ডিভাইস এসএম-জে২৫০এফ৷ ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে আসছে৷ যা গ্যালাক্সি জে২ প্রো এর ২০১৭’ র ভেরিয়েন্ট৷
স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ২০১৭ স্মার্টফোনে ৫-ইঞ্চির HD সুপার AMOLED IPS ডিসপ্লে যা স্ক্র্যাচ প্রতিরোধক স্ক্রিন দ্বারা সুরক্ষিত এর সঙ্গে পাওয়া যাবে ৭২০ x ১২৮০ পিক্সেল রেজল্যুশন৷
স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ২০১৭ ফোনটি ১.৫ GHz Quad কোর প্রসেসর দ্বারা চালিত সাথে থাকছে ২জিবি ৱ্যাম ও ১৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং অভ্যন্তরীণ স্টোরেজ একটি মাইক্রো SD কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারিত করা যাবে৷
জে২ প্রো ২০১৭ তে অটো ফোকাস, ডিজিটাল জুম ও ভিডিও রের্কড বৈশিষ্ট্য সম্পূর্ণ ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেল সেল্ফির শুটিং এর ক্ষমতা সম্পন্ন একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা৷
জে২ প্রো ২০১৭ ফোনটিতে একটি ২৬০০ mAh ব্যাটারি আছে এবং এটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শমেলো দ্বারা চালিত৷
এটি ৪জি সাপোর্ট করে, ডুয়াল সিম স্মার্টফোন এবং এতে GPS, Wifi, HotSpot, USB-২.০ এর মত ফিচার্স রয়েছে৷
স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ২০১৭ স্মার্টফোনটি US FCC আর ব্লুটুথ SIG পাচ্ছে৷ স্মার্টফোনটি বছরের শেষে বাজারে আসবে৷
আশা করি আপনাদের পোস্টটি ভলো লেগেছে৷