বিদেশী ভাষাকে মুহুর্তেই অনুবাদ করতে সক্ষম গুগলের নতুন হেডফোন

টেকনো ইনফোঃ গুগল এমন একটি হেডফোন তৈরি করেছে যা বিদেশী ভাষাকে তাৎক্ষণিকভাবে অনুবাদ করে শুনাতে পারে। তারা হেডফোনটির নাম দিয়েছে ‘পিক্সেল বাড’।
ডগলাস অ্যাডামস এর বিখ্যাত কল্পকাহিনী ‘দ্য হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি’ এর কাল্পনিক চরিত্র ‘বাবেল ফিশ’ যেমন তাৎক্ষণিক অনুবাদ করতে পারতো, ঠিক তেমনি করে ‘পিক্সেল বাড’ ব্যবহারকারীর কানে অজানা সব ভাষা অনায়াসে বোধগম্য হবে।
গুগল কর্তৃপক্ষ তাদের নতুন পণ্য উপস্থাপনে বলে, ‘আপনি যেখানেই যাবেন সেখানে আপনার সাথে পাবেন ব্যক্তিগত অনুবাদক।’
একই সঙ্গে বিদেশী ভাষায় কথা বলতেও সক্ষম পিক্সেল বাড। চলতি সপ্তাহে আড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অবিশ্বাস্যভাবে ইংরেজি ও সুইডিশ দুইজনের সাবলিল কথোপকথন প্রদর্শন করে গুগল।
মোট ৪০টি ভাষা অনুবাদ করতে সক্ষম তারহীন হেডফোনটি বাজারে আসবে আগামী মাসে। পিক্সেল টু এর মতো এটিও কালো, সাদা ও নীল রঙের পাওয়া যাবে। গুগল পিক্সেল বাড এর মূল্য নির্ধারণ করেছে ১৫৯ পাউন্ড।
আমাদের সময়.কম

Leave a Reply

Back to top button