ফেসবুক
ফেসবুক ম্যাসেঞ্জারে থাকছে না ইমোজি!

টেকনো ইনফোঃ একটু খেয়াল করলেই দেখবেন, ফেসবুক আর ম্যাসেঞ্জারের ইমোটিকনগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। যে ইমোজিগুলো ফেসবুক পোস্টে দেওয়া যায় সেগুলো আবার ম্যাসেঞ্জারে থাকে না।
কিন্তু এবার ম্যাসেঞ্জারে আলাদা করে কোনো ইমোজি সেট না রাখার ঘোষণা দিয়েছে ফেসবুক। অর্থাৎ ফেইসবুকে যে ইমোজি আছে সেগুলো দিয়েই ম্যাসেঞ্জারে ভাব প্রকাশ করতে হবে।ম্যাসেঞ্জারের নিজস্ব ইমোজি উন্মোচন করা হয়েছিলো ২০১৬ সালের জুন মাসে। ঠিক কি কারণে ফেইসবুক ম্যাসেঞ্জারের ইমোজি সরিয়ে ফেলতে যাচ্ছে তা জানা যায়নি।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ইমোজিপিডিয়ার মতে, এই পরিবর্তন সব মাধ্যমেই প্রভাব ফেলবে। ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড ফোনে যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন তারা শুধু ফেইসবুকের ইমোজি ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে, অ্যাপল পণ্য ব্যবহারকারীরা তাদের ডিভাইসে নিজস্ব আইওএস ইমোজি ব্যবহার করবেন।
পুরো বিশ্বজুড়ে একশ’ কোটি মানুষ ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন। এই পরিবর্তনের ফলে তাদের প্রতিক্রিয়া কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। সুত্রঃ বিডি-প্রতিদিন