ফুল ভিউ ডিসপ্লে, ট্রিপেল কার্ড আর ২৪মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে ভিভো ভি৭

টেকনো ইনফোঃ ভি৭ প্লাস এর পরে ভিভো তাদের সেলফি ক্যামেরা ফোন নিয়ে এসেছে যার নাম ভিভো ভি৭। এই স্মার্টফোনটিতে 24 MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে যা সেলফি প্রেমীদের পছন্দে হবে। এই স্মার্টফোনটি ফুল ভিউ ডিসপ্লে আর ট্রিপেল কার্ড স্লট যুক্ত। এর মধ্যে ২টি স্লট ন্যানো সিমের আর একটি স্লট মাইক্রো এসডি কার্ডের জন্য দেওয়া হয়েছে।

এই ফোনটির ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 18:9  আর এটি 1440 x 720  পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই ফোনটিতে IPS LCD প্যানেল আছে। vivo V7 ফোনটিতে 1.8 GHz কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450  চিপসেট আছে। ডিভাইসে f/2.0  অ্যাপার্চার আর LED ফ্ল্যাশের সঙ্গে 16 MP’র রেয়ার ক্যামেরা আছে।

ফোনটিতে 4 GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে। Vivo V7 ফানটাচ 3.2 তে আধারিত অ্যান্ড্রয়েড নৌগাট 7.1 এ চলে। এই ফোনের ব্যাটারি 3,000 mAh এর। ভিভো তাদের সমস্ত ব্যাবসায়িক বাজারে V7 বিক্রি করবে। এটি মেট ব্ল্যাক আর গোল্ড কালারে পাওয়া যাবে। এই স্মার্টফোনটির দাম প্রায় $300 ।

Leave a Reply