নোকিয়া ৯ রিভিউ

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম৷ সবাই কেমন আছেন৷ আশা করি ভলো আছেন৷ আজ আপনাদের জন্য নিয়ে এলাম বর্তমান সময়ে মুক্তির আগেই ব্যাপক আলোচিত স্মার্টফোন নোকিয়া ৯ এর সংক্ষিপ্ত রিভিউ৷
নোকিয়া ৯ স্মার্টফোন সম্প্রতি বাজারে আসা মার্কিন সংস্থা অ্যাপলের আইফোন ৮ সিরিজের মতো হতে পারে যা তৈরি করছে এইচএমডি গ্লোবাল। যদিও নোকিয়ার তরফ থেকে এই ফোন নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি৷ তবে অনলাইনে ফাঁস হয়ে যাওয়া তথ্য মতে টেক এক্সপার্টরা জানিয়েছেন নোকিয়ার নতুন এই স্মার্টফোন হবে বিশেষ ডিজাইনের। এতে থাকছে বাঁকানো ডিসপ্লে ও পেছনে ডুয়াল ক্যামেরা।
এর পেছনে গ্লাস বা কাঁচ ব্যবহৃত হবে। প্রিমিয়াম ফোন হিসেবে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক বাদ দিচ্ছে এইচএমডি গ্লোবাল। সম্প্রতি গুগল পিক্সেল স্মার্টফোনেও অডিও জ্যাক বাদ দেওয়া হয়েছে। ফাঁস হয়ে যাওয়া তথ্য মতে, নোকিয়া ৯ স্মার্টফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
নোকিয়া ৯ স্মার্টফোনটি ৬ জিবি ও ৮ জিবি র্যামের দুটি ভার্সনে পাওয়া যাবে। এ ছাড়া আইপি ৬৮ সনদ থাকায় ফোনটি ডাস্টপ্রুফ ও ওয়াটারপ্রুফ
এতে ১২৮ জিবি বিল্টইন স্টোরেজ থাকবে। নকিয়া ৯ স্মার্টফোনটিতে আইরিশ স্ক্যানার থাকতে পারে বলেও জানা গিয়েছে।
অ্যাপল ও স্যামসাংয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নোকিয়া ৯ স্মার্টফোনটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে এইচএমডির। এর দাম হতে পারে ৭৫০ ইউরো। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট থাকতে পারে।
Specifications (Unofficial) of Nokia 9
NETWORK | |
---|---|
Technology | GSM / HSPA / LTE |
2G bands | GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2 (dual-SIM model only) |
3G bands | HSDPA 850 / 900 / 1900 / 2100 |
4G bands | LTE |
Speed | HSPA, LTE |
GPRS | Yes |
EDGE | Yes |
DISPLAY | |
---|---|
Type | QHD OLED screen |
Size | 5.5 inches, 83.4 cm2 |
Resolution | 1440 x 2560 pixels, 16:9 ratio (~534 ppi density) |
Multitouch | Yes |
Protection | Corning Gorilla Glass 5 |
– Always-on display |
PLATFORM | |
---|---|
OS | Android 8.0 (Oreo) |
Chipset | Qualcomm MSM8998 Snapdragon 835 |
CPU | Octa-core (4×2.5 GHz Kryo & 4×1.8 GHz Kryo) |
GPU | Adreno 540 |
SOUND | |
---|---|
Alert types | Vibration; MP3, WAV ringtones |
Loudspeaker | Yes |
3.5mmjack | No |
– 24-bit/192kHz audio – Nokia OZO audio – Active noise cancellation with dedicated mic |
MEMORY | |
---|---|
Card slot | microSD, up to 256 GB (uses SIM 2 slot) |
Internal | 64/128 GB, 6 GB RAM |
CAMERA | |
---|---|
Primary | Dual 13 MP, f/2.0, laser & phase detection autofocus, Carl Zeiss optics, OIS, dual-LED (dual tone) flash |
Features | 1.12µm pixel size, geo-tagging, touch focus, face detection, HDR, panorama |
Video | 2160p@30fps, 1080p@30fps |
Secondary | 13 MP, f/2.0, phase detection autofocus, 1.12 µm pixel size, 2160p |
CONNECTION | |
---|---|
WLAN | Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot |
Bluetooth | 5.0, A2DP, LE |
GPS | Yes, with A-GPS, GLONASS, BDS |
NFC | Yes |
Radio | No |
USB | 3.1, Type-C 1.0 reversible connector |
FEATURES | |
---|---|
Sensors | Fingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass |
Messaging | SMS(threaded view), MMS, Email, Push Mail, IM |
Browser | HTML5 |
Java | No |
– Fast battery charging (Quick Charge 3.0) – MP4/H.264 player – MP3/WAV/eAAC+/FLAC player – ANT+ support – Photo/video editor – Document viewer |
MISC | |
---|---|
Colors | Tempered Blue, Polished Blue, Steel, Polished Copper |
Price | About 750 EUR |
সুত্রঃ ইন্টারনেট
আশা করি ভলো লেগেছে ধন্যবাদ ৷