নতুন বছরে আসছে মেইজু এম ৬

টেকনো ইনফোঃ নতুন স্মার্টফোন লঞ্চ করার ইঙ্গিত দিল Meizu। প্রো ৭-এর ফ্ল্যাগশিপ হয়ত আনতে চলেছে তারা। এদেশের বাজারেই নতুন আরেকটা ফোন আনার পরিকল্পনা করতে পারে সংস্থা। Meizu Pro 7-এর মতোই ট্যুইটারে টিজার পোস্টার লঞ্চ করেছে মেইজু। পোস্টারে লেখা ছিল ৬ নং। আর টেক্সটে ছিল Quality for Young।

আর ট্যুইটের ক্যাপশনে লেখা ছিল, প্রত্যেকের কথাই তারা শুনেছে, তাই নতুন বছরেই আসছে নয়া চমক। হ্যাশট্যাগে ছিল #StayTrue। পোস্টারে অবশ্য ফোনের নামধাম কিছু ছিল না, তবে অনুমান মোটামুটি করাই যাচ্ছে, যে সেই ফোনটি সম্ভবত Meizu M6 Note।

মনে করিয়ে দিই, চিনে যখন সংস্থা স্মার্টফোন লঞ্চ করেছিল, তখন তারা এই একই হ্যাশট্যাগ ব্যবহার করেছিল। আরেকটি ছবি পোস্ট করেছিল মেইজু। তাতে কোয়াড ফ্ল্যাশ লাইট ছিল। স্পষ্টই এম ৬ নোটেরই ইঙ্গিত।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

নিজেদের পোস্টেই মেইজুর একটি কমেন্টে বোঝা গিয়েছে, মেইজু প্রো ৭ এবং এম ৬ নোট, নতুন বছরেই আসছে।

এবার আসা যাক ফিচার্সের কথায়। সাড়ে পাঁচ ইঞ্চির ডিসপ্লে। 1,920×1,080 পিক্সেল রেজোলিউশন। আর ডেনসিটি ১০৮০পিক্সেল। ২.৫ডি কার্ভড গ্লাস। Octa-core Qualcomm Snapdragon 625 প্রসেসর। ২.০ গিগা হার্জ, আদ্রিয়ানো ৫০৬ জিপিইউ।

এম৬ নোটের তিনটি ভেরিয়েন্ট। বেসিক ভার্সানে ৩ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ। দ্বিতীয়টিতে ৩ জিবি র‌্যাম ৩২জিবি স্টোরেজ। আর তৃতীয়টিতে ৪ জিবি র‌্যাম ৬৪জিবি স্টোরেজ। প্রত্যেকটিতেই স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনে রিয়ার ডুয়াল ক্যামেরা রয়েছে। 12MP Sony IMX362 sensor সঙ্গে f/1.9 অ্যাপারচার। dual-tone quad-LED flash রয়েছে antenna lines-এ এবং dual PD focusing technology ফাস্ট ফোকাসের জন্য, যা হবে মাত্র 0.0.3 সেকেন্ডে। Samsung 2L7 sensor রয়েছে 5MP ক্যামেরাটিতে।

ক্যামেরায় মাল্টি ফ্রেম নয়েজ রিডাকশন টেকনোলজি রয়েছে। ভাল ছবির জন্য ArcSoft-এর HDR algorithms ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। f/2.0 অ্যাপারচার। থাকছে Android 7.1.2 (Nougat) সঙ্গে Flyme OS 6।

৪০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকছে এম ৬-এ। ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। কানেক্টিভির মধ্যে রয়েছে hybrid dual SIM (nano+nano/microSD) support, 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 GHz & 5GHz), Bluetooth 4.1 এবং GPS। এ টাচ ২.১ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে এই ফোনে। যা খুলবে ০.২ সেকেন্ডে।

মেইজু এম ৬ নোট এর কী ফিচার্স সমূহঃ

১)  ৫.৫০ ইঞ্চি ডিসপ্লে, 
২)  ২.০ GHz Octa-core প্রসেসর
৩)  ৩ / ৪ জিবি র‍্যাম
৪) ‌ ১৬/৩২/৬৪ জিবি স্টোরেজ
৫)  ১২+৫ মেগাপিক্সেল ডুয়াল লেন্স রেয়ার ক্যামেরা
৬)  ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৭)  ৪০০০ এমএএইচ ব্যাটারি ৷

মেইজু এম ৬ নোট এর বিস্তারিত বিবরণীঃ

NETWORK
Technology GSM / CDMA / HSPA / LTE
2G bands GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2
CDMA 800
3G bands HSDPA 850 / 900 / 1900 / 2100
4G bands LTE band 1(2100), 3(1800), 5(850), 7(2600), 8(900), 20(800), 38(2600), 40(2300)
Speed HSPA, LTE
GPRS Yes
EDGE Yes
BODY
Dimensions 154.6 x 75.2 x 8.4 mm (6.09 x 2.96 x 0.33 in)
Weight 173 g (6.10 oz)
SIM Dual SIM (Nano-SIM, dual stand-by)
PLATFORM
OS Android 7.1.2 (Nougat)
Chipset Qualcomm MSM8953 Snapdragon 625
CPU Octa-core 2.0 GHz Cortex-A53
GPU Adreno 506
SCREEN
Type IPS LCD capacitive touchscreen, 16M colors
Size 5.5 inches, 82.6 cm2 (~71.0% screen-to-body ratio)
Resolution 1080 x 1920 pixels, 16:9 ratio (~403 ppi density)
Multitouch Yes
– Flyme 6.0
STORAGE
Cardslot microSD, up to 256 GB
Internal 16/64 GB, 4 GB RAM or 32 GB, 3 GB RAM
CONNECTIVITY
WLAN Wi-Fi 802.11 a/b/g/n, dual-band, hotspot
Bluetooth 4.2, A2DP, LE
GPS Yes, with A-GPS, GLONASS
Radio No
USB microUSB 2.0
BATTERY
 Type Non-removable Li-Ion 4000 mAh battery
OTHER FEATURES
Sensors Fingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass
Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM
Browser HTML5
Java No
– Fast battery charging (mCharge)
– MP3/WAV/eAAC+/FLAC player
– MP4/H.264 player
– Document editor
– Photo/video editor
AUDIO
Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
COLOURS & PRICE
Colors Black, Blue, Gold
Price About 165$
LAUNCH
Announced 2017, August
Status Available. Released 2017, Septembe

 

Leave a Reply

Back to top button