নতুন পদ্ধতির মাধ্যমে হ্যাক ঠেকাবে গুগল !

টেকনো ইনফোঃ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যেকোনো অনলাইন অ্যাকাউন্টের জন্য প্রয়োজন ব্যক্তিগত পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি অন্য কেউ আয়ত্ত করতে পারলেই হয়েগেলো আপনার অ্যাকাউন্টটি হ্যাক! অসচেতনতা ও বিভিন্ন পাবলিক ডিভাইসে ব্যবহারের কারণে পাসওয়ার্ড অন্যের আয়ত্তে যেতেই পারে। একারণেই টু-ফ্যাক্টর অথিন্টিকেশনের ওপর গুগল জোর দিচ্ছে। তবে সম্প্রতি বেশ বড়সড় হ্যাকের কবলে প্রচুর সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও শিকারের পরিপ্রেক্ষিতে গুগল টু ফ্যাক্টরকে আরো সহজ করতে নিয়ে আসছে অ্যাডভান্সড প্রোটেকশন প্রোগ্রাম।
এই পদ্ধতিতে একজন ব্যবহারকারী একটি বিশেষ ইউএসবি ডিভাইস তাদের কম্পিউটারে যুক্ত না করা পর্যন্ত সেটি থেকে গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যাবে না। ইউবি-কি ঘরানার এই ডিভাইসটি যতক্ষণ হ্যাকারদের নাগালের বাইরে থাকবে, গুগল অ্যাকাউন্ট থাকবে সুরক্ষিত। টু ফ্যাক্টর অথিন্টিকেশনও এখন পর্যন্ত ব্যবহারকারীদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে। গুগলের এই সিকিউরিটি বিষয়ক ডিভাইসটি শুরুর দিকে বিভিন্ন রাজনৈতিক ব্যবহারকারী, সরকারি ব্যবহারকারী ও কর্পোরেট ব্যবহারকারীদের জন্য দেয়া হবে। যারা এখনো পর্যন্ত তথ্যপ্রযুক্তি সম্পর্কে তেমন পারদর্শী না তাদের জন্যই গুগল আপাতত এই ডিভাইসটি নিয়ে কাজ করবে। সূত্র : এনগ্যাজেট
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |