ডুয়াল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৫ ও এ৭

টেকনো ইনফোঃ স্যামসাং তাদের জনপ্রিয় এ সিরিজের নতুন দুইটি হ্যান্ডসেট খুব শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে৷ ওয়াই ফাই অ্যালায়েন্স ফোনের জন্য প্রয়োজনীয় অথেন্টিকেশান দিয়েছে।

প্রোডাক্ট মডেলের নাম SM-A530F আর SM-A730F, যার মানে এই যে এই দুটি হল Samsung Galaxy A5 (2018) আর Galaxy A7 (2018)।

MySmartPrice ও OnLeaks এর সহযোগিতায় Galaxy A5 (2018) আর Galaxy A7 (2018)’র 3D রেন্ডার পোস্ট করেছে। দুটি ডিভাইসেই 5.5 ইঞ্চির আর 6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে থাকবে। এর আগের মডেলে 5.2 ইঞ্চি আর 5.7 ইঞ্চির ডিসপ্লে ছিল। এই ডিভাস গুলি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

মনে করা হচ্ছে যে কিছু বাজারে Galaxy A5 (2018) আর Galaxy A7 (2018) কোম্পানির 10nm প্রসেসারের এক্সিয়ন্স 7885 চিপস্টেক যুক্ত হবে, আর কিছু বাজারে এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 660 যুক্ত হবে। এই ফোন দুটি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপ যুক্ত হতে পারে।

রেন্ডার থেকে জানা গেছে যে 2018 Galaxy A সিরিজ ফোনে স্যামসং এর প্রথম এমন ফোন হবে যা ফ্রন্ট ডুয়াল ক্যামেরা যুক্ত হবে। Galaxy Note 8 এর মতন এই ফোন দুটিও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত হবে না তবে এর ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। 2017’র মডেলের মতন Galaxy A5 (2018) আর Galaxy A7 (2018) IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত হবে আর অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটে চলবে।

Samsung সম্প্রতি ভারতে Galaxy A5 (2017) আর Galaxy A7 (2017) স্মার্ট ফোনের দাম কমিয়েছে। দাম কমার কারন হিসাবে মনে করা হচ্ছে যে আসলে কুব তাড়াতাড়ি কোম্পানি তাদের Galaxy A সিরিজের নিউ জেনারেশানের ফোন নিয়ে আসতে পারে। রেন্ডার থেকে জানা গেছে যে কিরিয়ান স্মার্টফোন তৈরি কোম্পানি মিড-রেঞ্জ সেগমেন্টের ফোন টার্গেট করবে।

Leave a Reply

Back to top button