ডিজিটাল বিনোদন সেবা ‘আইফ্লিক্স’ এর যাত্রা শুরু করলো রবি

টেকনো ইনফোঃ বাংলাদেশে আজ থেকে কার্যক্রম শুরু করল বিশ্বের অন্যতম শীর্ষ ডিজিটাল বিনোদন সেবা আইফ্লিক্স। এর মাধ্যমে দেশের বিনোদনপ্রেমীদের জন্য উন্মুক্ত হলো এক্সক্লুসিভ শো, পুরস্কারপ্রাপ্ত টিভি সিরিজ, ব্লকবাস্টার সিনেমা, জনপ্রিয় স্থানীয় ও আঞ্চলিক কন্টেন্ট এবং শিশুদের অনুষ্ঠানসহ বিনোদনের এক বিশাল ভাণ্ডার। www.iflix.com ওয়েবসাইটে সাইন আপ করে অথবা মোবাইল ও ট্যাবলেট’র মাধ্যমে গুগুল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এক মাসের ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

রোববার দুপুরে রাজধানীর একটি হোটেল এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইফ্লিক্স সেবার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

অনুষ্ঠানে জানানো হয়, রবির সঙ্গে আইফ্লিক্সের বিশেষ পার্টনারশিপের আওতায় ৯শ টাকা মূল্যমানের একটি প্যাকেজে হাজারও সিনেমা ও টিভি শো তিন মাসের জন্য আনলিমিটেড অ্যাকসেস পাবেন রবি ও এয়াারটেলের গ্রাহকরা। এই নির্দিষ্ট সময়ে রবি গ্রাহকরা আইফ্লিক্সের বিভিন্ন শো স্ট্রিমিং ও ডাউনলোড করার জন্য নতুন আকর্ষণীয় ডেটা অফারও উপভোগ করতে পারবেন।

প্রত্যেক গ্রাহক ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি ও অন্যান্য ডিভাইসসহ ৫টি পর্যন্ত ডিভাইসের মাধ্যমে আইফ্লিক্সে অ্যাকসেস করতে পারবেন। পাশাপাশি একই সময়ে দুটি ভিন্ন ডিভাইসে শো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আইফ্লিক্সের ‘ডাউনলোড অ্যান্ড ওয়াচ অফলাইন’ ফিচার ব্যবহার করে গ্রাহকরা যেকোনো ফোন, ট্যাবলেট বা মোবাইল ডিভাইসে টিভি শো ও সিনেমা ডাউনলোড করে ইন্টারনেট সংযোগ ছাড়াই তা উপভোগ করতে পারবেন। নিজের পছন্দমতো সারা বিশ্বের জনপ্রিয় ও আকর্ষণীয় এন্টারটেইনমেন্ট স্টুডিও ও ব্র্যান্ডের কন্টেন্ট উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া পছন্দ অনুযায়ী টিভি শো, সিনেমা ও চ্যানেল দিয়ে নিজের আইফ্লিক্সের হোমপেজটি সাজাতে পারবেন তারা। পাশাপাশি গ্রাহকরা অনুসরণীয় ব্যক্তিত্ব বা সেলিব্রেটিদের প্লেলিস্টও ফলো করতে পারবেন।

আইফ্লিক্সের হেড অব এশিয়া জোনাস ইংওয়াল বলেন, ‘বাংলাদেশে আইফ্লিক্সের যাত্রা আমাদের জন্য একটি মাইলফলক। এদেশে আমাদের সেবা চালু এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। এখন থেকে পুরো বাংলাদেশের ও রবির গ্রাহকরা যেকোনো ডিভাইসে নিজের পছন্দ অনুযায়ী আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় টিভি শো ও সিনেমার এক বিপুল সম্ভার উপভোগ করতে পারবেন।’

আইফ্লিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেন, ‘বাংলাদেশিরা স্থানীয় গল্প ও অনুষ্ঠান ভালোবাসে। তাই গ্রাহকদের পছন্দের বিষয়টি মাথায় রেখে আইফ্লিক্স নিয়ে এসছে স্থানীয় কন্টেন্টের এক সমৃদ্ধ লাইব্রেরি। আমরা বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য প্রতিশ্রুতিশীল এবং স্থানীয় সৃজনশীল শিল্পীরা যেন তাদের নান্দনিক কাজগুলোকে বৈশ্বিক প্লাটফর্ম তুলে ধরতে পারেন সে সুযোগ তৈরিতে আগ্রহী।’

রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব বলেন, ‘বাংলাদেশে গ্রাহকদের বিশ্বমানের বিনোদন সেবা প্রদান করতে আইফ্লিক্সের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা গর্বিত। সহজ ও সাশ্রয়ী উপায়ে বিশ্বমানের বিনোদন সেবা প্রদান করে আমরা গ্রাহকদের সেরা ডিজিটাল জীবনধারা উপহার দিতে অঙ্গীকারবদ্ধ, আইফ্লিক্সের সঙ্গে চুক্তি সে প্রতিশ্রতিরই প্রতিফলন। পাশাপাশি এ পার্টনারশিপ আমাদের পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হিসেবে গড়ে ওঠার প্রয়াসে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’ সুত্রঃ jagonews24

Leave a Reply