জেনে নিন কিভাবে কম ডেটা ইউজ করে ইন্সটাগ্রাম ব্যবহার করবেন

টেকনো ইনফোঃ টেকনোলজির যুগে সবাই সবাই এখন ইন্টারনেট ব্যবহার করেন। তবে এই ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ইউজারদের সমস্যায় পড়তে হয়। তা হল মোবাইলে ইন্টারনেট ডেটা ফুড়িয়ে যাওয়ার।

অনেক সময় ইউজারদের অজান্তেই অনেক অ্যাপের অটোম্যাটিক আপডেট, অনেক ছবি ও ভিডিও যুক্ত ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারে প্রচুর ডেটা ইউজ হয়। ফলে দ্রুত ইন্টারনেট প্যাকেজ ফুরিয়ে যায়।

বর্তমানে সোশ্যাল সাইটের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছবি ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম Instagram। এর হোম পেইজে থাকে অনেক ছবি ও ভিডিও। ফলে ডেটা ব্যয় হয় অনেক। তবে ভয়ের কিছু নেই, ছোট ডেটা প্যাকেজ ব্যবহার করেই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকার উপায় আছে।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

কিভাবে করবেনঃ

১৷ প্রথমে ইনস্টাগ্রামে লগইন করতে হবে।

২৷ এরপর প্রোফাইল পেইজে উপরে থাকা সেটিংস অপশনে (তিনটি ডট আইকন) ক্লিক করতে হবে।

৩৷ এরপর সেটিংস মেন্যু ক্রল করে ‘cellular date use’ অপশনটিতে ক্লিক করতে হবে। তখন নতুন একটি পেইজ চালু হবে।

৪৷ সেখান থেকে ‘use less data’ অপশনটি অন করে দিতে হবে।

তাহলে ইনস্টাগ্রাম কম ডেটা ব্যয় করবে এবং বেঁচে যাবে মোবাইল ফোনের ডেটা। তবে এ ক্ষেত্রে ছবি বা ভিডিও লোড হতে একটু সময় বেশি লাগবে।

Leave a Reply

Back to top button