গেম খেলার জন্য আসছে বিশেষ স্মার্টফোন

দীর্ঘদিন ধরেই রেজারের গেমিং স্মার্টফোন ঘিরে গুঞ্জন ছিল। রেজারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গেমভক্তদের কথা মাথায় রেখে বিশেষ স্মার্টফোন তৈরির কাজ চালাচ্ছে রেজার। এবারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টান ওই গুঞ্জন সত্যি বলে স্বীকার করেছেন। টান বলেছেন, রেজারের প্রথম স্মার্টফোন এ বছরের শেষ নাগাদ বাজারে আসবে।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
গেমারদের কথা মাথায় রেখে এর আগেও কয়েকটি প্রতিষ্ঠান স্মার্টফোন তৈরি করেছিল। এন-গেজ নামের স্মার্টফোন বাজারে এনে গেমারদের ধরার চেষ্টা করেছিল নকিয়া। আর একই উদ্দেশে এক্সপেরিয়া প্লে নামের স্মার্টফোন বাজারে এনেছিল সনি।
তবে নতুন ফোনের যন্ত্রাংশ, ফিচার ও দাম সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, গেমারদের জন্য ল্যাপটপ তৈরি করে ইতিমধ্যে বাজারে সুনাম অর্জন করেছে রেজার। মাঝারি দামের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গেম খেলে অনেকেই যেখানে সন্তুষ্ট সেখানে রেজার ফোনের বিশেষত্ব বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে।
এ বছরের শুরুতে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নেক্সটবিটের সব শেয়ার কিনে নেয় রেজার। প্রতিষ্ঠানটি এর আগে নেক্সটবিট রবিন স্মার্টফোন তৈরি করত। এর বিশেষত্ব ছিল ক্লাউড স্টোরেজ। নেক্সটবিটকে কেনার পর ওই ফোনের উৎপাদন বন্ধ হয়ে যায়। নেক্সটবিটের মাধ্যমে রেজার নতুন স্মার্টফোন ছাড়তে পারে এ গুঞ্জন রয়েছে। তথ্যঃ প্রথম আলো