গুগুল ম্যাপ টাইমলাইন ও এর ব্যবহার

টেকনো ইনফোঃ গুগলের অ্যাপস গুলো প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহার করা ছাড়া দিন যেন শেষই হয় না৷ এটা এখন সবারই জানা গুগুল আমাদের প্রতি মিনিটে ফলো করছে।
আমরা কোথায় যাচ্ছি কি করছি সবই নজরে রাখছে গুগুল। ম্যাপে সম্প্রতি এসেছে ‘ইওর টাইমলাইন’ নামের একটি ফিচার। সেখানে আপনি দেখে নিতে পারবেন আপনি কোথায় ও কবে গিয়েছিলেন।
আপনি কবে কোথায় ছিলেন দেখে নিতে পারবেন টাইমলাইনে। এছাড়াও দেখতে পারবেন আপনি কি ধরনের গাড়ি চেপে এক জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছেছিলেন ও আরও অনেক কিছু। তবে এই সব আপনি দেখতে পারবেন একমাত্র যদি আপনার ফোনের লোকেশান সার্ভিস অন থাকে তবেই।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
কিভাবে অ্যাকটিভ করবেনঃ
স্টেপ ১। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।
স্টেপ ২। ট্যাপ করুন More -> Settings
স্টেপ ৩। এবার আপনাকে লোকেশান সার্ভিস অন রাখতে হবে টাইমলাইনে দেখার জন্য।
কিভাবে ট্রাভেল হিসট্রি দেখবেনঃ
স্টেপ ১। গুগুল ম্যাপে যান।
স্টেপ ২। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।
স্টেপ ৩। সেখানে ক্যালেন্ডারে কোন দিন বা মাস সিলেক্ট করে দেখে নিন আপনার ট্রাভেল হিসট্রি।
কিভাবে এডিট করবেনঃ
স্টেপ ১। গুগুল ম্যাপে যান।
স্টেপ ২। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার নিচে এডিট সিলেক্ট করে সঠিক জায়গাটি দেখিয়ে দিন।
কিভাবে ডিলিট করবেনঃ
ক৷ প্রথম পদ্ধতি-
স্টেপ ১। গুগুল ম্যাপে যান।
স্টেপ ২। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার শো ক্যালেন্ডারে ট্যাপ করে দিনটি বাছুন।
স্টেপ ৪। এবার ডিলিট ডে তে ক্লিক করুন।
খ৷ দ্বিতীয় পদ্ধতি-
স্টেপ ১। গুগুল ম্যাপে যান।
স্টেপ ২। বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করে টাইমলাইন সিলেক্ট করুন।
স্টেপ ৩। কিছুটা হিস্ট্রি মুছতে -> ডিলিট হিস্ট্রি রেঞ্জে ট্যাপ করুন।
স্টেপ ৪। সবকিছু একবারে ডিলিট করতে ডিলিট অল লোকেশান হিস্ট্রি ট্যাপ করুন।