গুগলের Datally অ্যাপস সেভ করবে আপনার মোবাইলের ডাটা

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম৷ বন্ধুরা কেমন আছেন৷ আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম গুগলের নতুন একটি অ্যাপস যা আপনার মোবাইলের ডাটা খরচ কমাতে সাহায্য করবে। তো আর কথা না বাড়িয়ে জেনে নেই অ্যাপসটি সম্পর্কে।
গুগলের অ্যাপস ভান্ডারে যুক্ত হল একটি নতুন অ্যাপস যা পুরোপুরি আপনার মোবাইলের ডাটা সম্পর্কিত৷ Datally হলো গুগলের নতুন অ্যাপস৷ যা আপনার মোবাইলে ডাটার ব্যবহার বুঝতে ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে৷ এটি আপনার মোবাইলের প্রতি ঘন্টা, দিন, সপ্তাহ ও মাসের ভিত্তিতে ডাটার ব্যবহার দেখাবে এবং কিভাবে ব্যবহার করলে ডাটা খরচ কম হবে তা জানাবে৷
অ্যাপসটিতে রয়েছে ডাটা সেভার বৈশিষ্ট্য আছে যা আপনাকে ব্যাকগ্রাউন্ডের ডাটা ব্যবহার ব্লক করবে এবং প্রকৃত ডাটার ব্যবহার দেখাবে৷ যে অ্যাপসটি অতিরিক্ত ডাটা নষ্ট করছে সেটিকে শুধু মাত্র একটি সিঙ্গেল ট্যাপের মাধ্যমে বন্ধ করতে পারবেন৷
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
অন্য একটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার মোবাইলের ডাটা সেভ করতে পারবেন তা হলো Wi-Fi৷ এজন্য Datally আপনাকে পাবলিক Wi-Fi হটস্পট খুঁজে বের করতে এবং যুক্ত করতে সাহায্য করবে৷ এর মাধ্যমে আপনি যে Wi-fi ব্যবহার করেছেন তার রেট প্রদান করতে পারবেন যা অন্যকে একটি ভালো Wi-Fi হটস্পট খুঁজে পেতে সাহায্য করবে৷
আজ গুগল অ্যাপসটি পৃথিবীব্যাপী লঞ্চ করেছে৷ এটি অ্যান্ড্রয়েড অপারেটিং ৫ ও এর উপরের সকল মোবাইলে কাজ করবে৷
পরীক্ষামূলক ভাবে ফিলিপাইনে গত কয়েক মাস অ্যপসটি ব্যবহার করা হয়েছে এবং দেখা গেছে এটি প্রায় ৩০% ডাটা সেভ করতে সক্ষম৷
ধারনা করা হচ্ছে যে, Datally জনগনের মোবাইল ডাটা ব্যবহারে ব্যাপক সাহায্য করবে৷ বিশেষ করে যারা কম ডাটা ব্যবহার করে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে চান৷