কিভাবে Samsung এর Paid থিম ফ্রীতে ব্যবহার করবেন?

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন। আশা করি আল্লাহ্ রাহমতে সবাই ভাল আছেন। Samsung মোবাইল এর বিভিন্ন গ্রুপ ও ফোরামে প্রায়ই একটা প্রশ্ন দেখা যায় কিভাবে Samsung এর প্রেইড থিম ফ্রীতে ব্যবহার করা যায়। আজ আমার এই পোস্টে দেখবো কিভাবে Samsung এর Paid থিম ফ্রীতে ব্যবহার করবেন।
প্রয়োজনীয় উপকরণঃ
১৷ Samsung মোবাইল এর যে কোন একটি Paid থিম
২৷ যে কোন একটি রুট ব্রাউজার
কিভাবে করবেনঃ
১. প্রথমে Samsung মোবাইল এর যে কোন একটি Paid থিম ডাউনলোড করুন।
২. ডাউনলোড করা Paid থিমটি নরমাল অ্যাপস এর মত ইন্সটল করুন।
৩. থিম ষ্টোরে গিয়ে ইন্সটল করা থিম এর নিচে DELETE, BUY, FREE TRIAL অপশন দেখতে পাবেন।
৪. এখন রুট ব্রাউজার ওপেন করে ডিভাইস এর রুট অপশনে প্রবেশ করুন।
৫. এবার রুট অপশন থেকে নিচের মত করে যান-
Data>Overlays>Jsonfiles>Trialjson
৬. Trialjson ফোল্ডারে একটি ফাইল দেখতে পাবেন।
৭. ফাইলটি কাট করে userjson ফোল্ডারে পেস্ট করুন (এখানে আগে থেকেই একটি ফাইল থাকবে )।
৮. এখন userjson ফোল্ডার থেকে ব্যাক করে Overlays ফোল্ডারের Preferences ফোল্ডারটি ওপেন করে যে ফাইল গুলো আছে তার সবগুলো ডিলিট করুন। দ্রুত রুট ব্রাউজার থেকে বের হয়ে আসুন।
৯. মোবাইলটি রিবুট / অফ করুন।
১০. মোবাইল অন করার পরে ইনজয় করুন আপনার পছন্দের Paid থিম।
পদ্ধতিটি সচিত্র দেখতে ও প্রেইড থিম ডাউনলোড করতে ক্লিক করুন।
প্রক্রিয়াটি সম্পাদন কালে আপনার মোবাইলের কোন প্রকার সমস্যার জন্য আমি দায়ী থাকবো না এবং এটি শুধু মাত্র রুট ইউজারদের জন্য প্রযোজ্য৷