আবারও নতুন ফিচার্স নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

টেকনো ইনফোঃ জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বছরের শুরু থেকেই একের পর এক নতুন ফিচার্স এনে চমকে দিয়েছে আমাদের সবাইকে। আর এবার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান ফিচারেও বদল আনল এই জনপ্রিয় অ্যাপটি।
হোয়াটসঅ্যাপে যেকোন মেসেজ এলেই নোটিফিকেশান আসে। তবে সম্প্রতি খবর পাওয়া গেছে যে এই অ্যাপে এবার নোটিফিকেশানের ক্ষেত্রে পরিবর্তন আনছে কোম্পানি।
ইউজাররা এবার থেকে নিজেদের ইচ্ছে মতন নির্দিষ্ট চ্যাটের নোটিফিকেশান এনেবেল বা ডিসেবেনল করতে পারবেন। আপনাদের মনে করিয়েদি যে আগে চ্যাট নোটিফিকেশান মিউট করা যেত। তবে তা শুধু গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই করা যেত, সিঙ্গেল চ্যাটে নয়।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
হোয়াটসঅ্যাপ আপডেট করলে এই সুবিধাটি পাওয়া যাবে। আর ১০ ধরনের নোটিফিকেশানের অপশান থাকবে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটেড ভার্সানে।
নতুন বছরে নতুন নতুন ফিচার্স এনে দুনিয়া জুড়ে নিজেদের অসংখ্য ইউজারদের অনেক সুবিধা দিচ্ছে অ্যাপটি। আর এভাবেই টিকিয়ে রাখছে নিজের জনপ্রিয়তা।