আজ থেকে বাজারে আসছে ৩জিবি র‌্যামের নোকিয়া ৫

টেকনো ইনফোঃ নোকিয়া ৫ প্রেমিকদের জন্য সুখবর নিয়ে এলো এইচএমডি গ্লোবাল৷ এইচএমডি গ্লোবাল এর নোকিয়া ৫ যখন প্রথম বাজারে আসে তখন এর র‌্যাম ছিল ২জিবি। এবার তা ৩ জিবিতে উন্নীত করা হয়েছে। গত জুলাই মাসে নোকিয়া ৫ লঞ্চ করেছিল এবং আগস্টে এর বিক্রি শুরু হয়।

সোমবার এইচএমডি গ্লোবাল ঘোষণা করেছে তারা ভারতের বাজারে ৩জিবি র‌্যাম সহ নোকিয়া ৫ স্মার্টফোনটি ফের বাজারজাত করবে।

নোকিয়া ৫ এর ১ম এডিশনের দাম ছিল ১৬ হাজার টাকা। এবার ৩জিবির ফোনটির দাম পড়বে ১৭ হাজার ৫০০ টাকা। আজ থেকে ফোনটি অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে প্রি অর্ডারের মাধ্যমে বিক্রি শুরু হবে। এরপর ১৫ নভেম্বর থেকে খুচরা বিক্রেতাদের দোকানে পাওয়া যাবে।

নোকিয়া ৫ এর ফিচারগুলো আগে থেকেই জানা তবু এখানে বলে রাখি নোকিয়া ৫ এর ৫.২ ইঞ্চি আইপিএস এলসিডি (৭২০x১২৮০ পিক্সেল) ডিসপ্লে সাথে ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন, ডুয়াল সিম (ন্যানো), অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগেট অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েড ৮ ওরিওতে আপডেট করা যাবে। অক্টাকোর ১.৫ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ এসওসি প্রসেসর।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

নোকিয়া ৫ এর ব্যাক(মেইন) ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল, এফ/২.০ অ্যাপারচার এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

নোকিয়া ৫ ২য় এডিশনে ৩জিবি র‌্যাম যুক্ত করা হলেও স্টোরেজ এবং ব্যাটারী আগের মতোই যথাক্রমে ১৬জিবি ও ৩০০০ এমএএইচ-ই থাকছে।

নোকিয়া ৫ এর কী ফিচার্সসমূহঃ

১) ৫.২ ইঞ্চি আইপিএস এলসিডি
২) ১.৫ GHz অক্টাকোর প্রসেসর
৩)  ২ /৩ জিবি র‍্যাম
৪)  ১৬ জিবি স্টোরেজ
৫) ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
৬) ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৭) অ্যান্ড্রয়েড ৭.১.১।

নোকিয়া ৫ এর বিস্তারিত বিবরণীঃ

NETWORK
Technology GSM / HSPA / LTE
BODY
Dimensions 149.7 x 72.5 x 8 mm (5.89 x 2.85 x 0.31 in)
Weight 160 g (5.64 oz)
SIM Single SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY
Type IPS LCD capacitive touchscreen, 16M colors
Size 5.2 inches, 74.5 cm2 (~68.7% screen-to-body ratio)
Resolution 720 x 1280 pixels, 16:9 ratio (~282 ppi density)
Multitouch Yes
Protection Corning Gorilla Glass (unspecified version)
PLATFORM
OS Android 7.1.1 (Nougat), planned upgrade to Android 8.0 (Oreo)
Chipset Qualcomm MSM8937 Snapdragon 430
CPU Octa-core 1.4 GHz Cortex-A53
GPU Adreno 505
CAMERA
Primary 13 MP, f/2.0, phase detection autofocus, dual-LED (dual tone) flash
Features 1/3″ sensor size, 1.12 µm pixel size, geo-tagging, touch focus, face detection, HDR
Video 1080p@30fps
Secondary 8 MP, f/2.0, 1.12 µm pixel size
STORAGE
Cardslot microSD, up to 256 GB (dedicated slot)
Internal 16 GB, 2/3 GB RAM
CONNECTIVITY
WLAN Yes
Bluetooth 4.1, A2DP, LE
GPS Yes, with A-GPS
NFC Yes
Radio FM radio
USB microUSB 2.0, USB On-The-Go
SOUND
Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
– Active noise cancellation with dedicated mic
OTHER FEATURES
Sensors Fingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass
Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM
Browser HTML5
Java No
– MP4/H.264 player
– MP3/WAV/eAAC+/FLAC player
– Photo/video editor
– Document viewer
LAUNCH
Announced 2017, February
Status Available. Released 2017, July

 

আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগেছে৷

Leave a Reply

Back to top button