অবিশ্বাস্য হলেও সত্যি HTC আনছে 16GB র‍্যামের স্মার্টফোন!

টেকনো ইনফোঃ স্মার্টফোনে ১৬ জিবি র‍্যাম ৷ ভাবতেই অবাক লাগে! এখন পর্যন্ত ১৬ জিবি র‍্যামের কোনো ফোন বাজারে আসেনি। কিন্তু একটি সংস্থা এই শক্তিশালী র‍্যামের ফোন বাজারে আনতে কাজ করছে। সংস্থাটির নাম HTC। ফোনটির মডেল ‘HTC R’।

তাইওয়ানের এই সংস্থাটি সম্প্রতি ১৬ জিবি র‍্যামের এই ফোনটির কনসেপ্ট রিলিজ করেছে। শুধু শক্তিশালী র‍্যাম নয় এর বাদ বাকি কনফিগারেশনও দুর্দান্ত।

ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে টুকে মানের রেজুলেশন পাওয়া যাবে। এর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 845 চিপসেট। এটি Android 8.0 oreo অপারেটিং সিস্টেমে চলবে। স্টোরেজের জন্য এতে 512 GB রোম ব্যবহার করা হবে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

এইচটিসির নতুন এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজন করা হবে। যা ফোনটিকে দুই দিন সচল রাখবে।

ফ্লাগশিপ এই ফোনটিতে ৪২ মেগাপিক্সেলের কার্ল জেইসের রিয়ার ক্যামেরা এবং ১৮ ও ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে।

ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ এই ফোনটি ২০১৮ সালে বাজারে আসার কথা রয়েছে। এর দাম হতে পারে ১২০০ ডলারের কাছাকাছি।

Related Articles

Leave a Reply